Ajker Patrika

মাদকমুক্ত সমাজ গড়তে মধুপুরে সুধী সমাবেশ

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪০
মাদকমুক্ত সমাজ গড়তে মধুপুরে সুধী সমাবেশ

‘যে মুখে বলি মা, সে মুখে মাদক না’ এই স্লোগানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। গতকাল শনিবার দুপুরে অরণখোলা পুলিশ ফাঁড়ি চত্বরে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রধানদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাযহারুল আনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার নবাগত ওসি মোহাম্মদ মাজহারুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন, উপপরিদর্শক রেজাউল করিম, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম বেনু, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার প্রমুখ।

বক্তারা বলেন মাদকের ভয়াবহতা যুব সমাজ ও পুরো পরিবার ধ্বংস করে দায়ে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

এ সময় অরণখোলা পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসীর পক্ষ থেকে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিনকে বরণ করে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...