
সময় নিয়ে কাজ করা যায় বলে অভিনয়শিল্পীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন ওটিটি প্ল্যাটফর্মের কাজে। ওয়েব সিরিজে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন তাই অনেকেই। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ওয়েব ফিল্মে অভিনয় করলেও সিরিজে দেখা যায়নি তাঁকে। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক তানিম রহমান অংশু। থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এরই মধ্যে ওটিটির ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’, ‘সাত নাম্বার ফ্লোর’-এ অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তমা। অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। সব মিলিয়ে ৫৬ জন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। তবে অভিনয়শিল্পীদের কেউ এখনই সিরিজটি নিয়ে মুখ খুলতে চাইলেন না।
অপূর্ব বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। সিরিজটির জন্য শিল্পীদের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে ওভাবেই। সিরিজটি নিয়ে প্রডাকশন হাউস থেকে কিছু বলার আগে শিল্পীরা কিছু বলতে পারবেন না। তারপরও কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।’
নির্মাতা অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রায় একই সুরে বলেন, ‘গল্প কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে, সিরিজটির নির্মাতা হিসেবে এতটুকু বলতে পারি, একটি সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি তৈরি হবে। বেশ বড় ক্যানভাসেই তৈরি হচ্ছে সিরিজটি।’
সব ঠিক থাকলে নভেম্বরে শুটিং শুরু হবে। আলফা আইয়ের ব্যানারে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা যায়।
এদিকে ঈদের আমেজ শেষ করে এই সপ্তাহে শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। এ নাটকটি পরিচালনা করছেন তৌফিকুল ইসলাম।

সময় নিয়ে কাজ করা যায় বলে অভিনয়শিল্পীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন ওটিটি প্ল্যাটফর্মের কাজে। ওয়েব সিরিজে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন তাই অনেকেই। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ওয়েব ফিল্মে অভিনয় করলেও সিরিজে দেখা যায়নি তাঁকে। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক তানিম রহমান অংশু। থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এরই মধ্যে ওটিটির ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’, ‘সাত নাম্বার ফ্লোর’-এ অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তমা। অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। সব মিলিয়ে ৫৬ জন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। তবে অভিনয়শিল্পীদের কেউ এখনই সিরিজটি নিয়ে মুখ খুলতে চাইলেন না।
অপূর্ব বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। সিরিজটির জন্য শিল্পীদের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে ওভাবেই। সিরিজটি নিয়ে প্রডাকশন হাউস থেকে কিছু বলার আগে শিল্পীরা কিছু বলতে পারবেন না। তারপরও কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।’
নির্মাতা অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রায় একই সুরে বলেন, ‘গল্প কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে, সিরিজটির নির্মাতা হিসেবে এতটুকু বলতে পারি, একটি সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি তৈরি হবে। বেশ বড় ক্যানভাসেই তৈরি হচ্ছে সিরিজটি।’
সব ঠিক থাকলে নভেম্বরে শুটিং শুরু হবে। আলফা আইয়ের ব্যানারে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা যায়।
এদিকে ঈদের আমেজ শেষ করে এই সপ্তাহে শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। এ নাটকটি পরিচালনা করছেন তৌফিকুল ইসলাম।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫