টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঘৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সেতুটি ভেঙে পড়ায় বর্তমানে মাওয়া-লৌহজং-টঙ্গিবাড়ী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গিবাড়ীর অভিমুখে কাঠবোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজটি অতিক্রম করছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এ সময় চালকসহ দুজন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় লোকজন গাড়িচালক ও তাঁর সহকারীকে উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী সেতুটিতে ছিল না।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, সেতুটির মধ্যখান থেকে ভেঙে পানিতে পড়ে আছে। আর কাঠবোঝাই ট্রাকটি ডুবে গেছে। সেতু ভেঙে যাওয়ার খবর না জেনে অনেক যাত্রী ও চালক সেতুর দুই পাশ থেকে ফিরে যাচ্ছেন।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও লৌহজং—এই তিন উপজেলার মানুষ এই সেতুটি ব্যবহার করেন। এই পথ দিয়ে নিয়মিত বড় মালবাহী যানবাহন চলাচল করে। এখানে বেইলি সেতু স্থাপন করা হলে আবার দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা।
গাংচিল পরিবহনের চালক গনী মিয়া বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ৫০ হাজার যাত্রী ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করে থাকেন। সেতুটি ভেঙে পড়ায় জনগণ চরম দুর্ভোগে পড়বেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাত সোয়া ১২টার দিকে গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন বেইলি ব্রিজটি একটি কাঠবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। ফায়ার সার্ভিস ও লৌহজং থানা পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ওইখানে কোনো মানুষ বা গাড়িও আটকা পড়েনি। এ ছাড়া কেউ হতাহত হননি। গাড়িচালকসহ দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। আমরা সড়ক ও জনপথের সঙ্গে কথা বলছি, তারা ব্রিজের ভাঙা অংশটি অপসারণ করে ফেলবে। কয়েক দিনের মধ্য নতুন করে বেইলি ব্রিজটি নির্মাণের কাজ শুরু করে দেব।
সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমি এখানে অবস্থান করছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসছেন। সেতুটি মেরামত করে যানচলাচলের উপযোগী করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।’
ফাহিম রহমান আরও বলেন, ‘বেইলি ব্রিজটিতে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ ছিল। তারপরেও অতিরিক্ত ভারী মালামাল বহন করার কারণে তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঘৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সেতুটি ভেঙে পড়ায় বর্তমানে মাওয়া-লৌহজং-টঙ্গিবাড়ী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গিবাড়ীর অভিমুখে কাঠবোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজটি অতিক্রম করছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এ সময় চালকসহ দুজন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় লোকজন গাড়িচালক ও তাঁর সহকারীকে উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী সেতুটিতে ছিল না।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, সেতুটির মধ্যখান থেকে ভেঙে পানিতে পড়ে আছে। আর কাঠবোঝাই ট্রাকটি ডুবে গেছে। সেতু ভেঙে যাওয়ার খবর না জেনে অনেক যাত্রী ও চালক সেতুর দুই পাশ থেকে ফিরে যাচ্ছেন।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও লৌহজং—এই তিন উপজেলার মানুষ এই সেতুটি ব্যবহার করেন। এই পথ দিয়ে নিয়মিত বড় মালবাহী যানবাহন চলাচল করে। এখানে বেইলি সেতু স্থাপন করা হলে আবার দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা।
গাংচিল পরিবহনের চালক গনী মিয়া বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ৫০ হাজার যাত্রী ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করে থাকেন। সেতুটি ভেঙে পড়ায় জনগণ চরম দুর্ভোগে পড়বেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাত সোয়া ১২টার দিকে গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন বেইলি ব্রিজটি একটি কাঠবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। ফায়ার সার্ভিস ও লৌহজং থানা পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ওইখানে কোনো মানুষ বা গাড়িও আটকা পড়েনি। এ ছাড়া কেউ হতাহত হননি। গাড়িচালকসহ দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। আমরা সড়ক ও জনপথের সঙ্গে কথা বলছি, তারা ব্রিজের ভাঙা অংশটি অপসারণ করে ফেলবে। কয়েক দিনের মধ্য নতুন করে বেইলি ব্রিজটি নির্মাণের কাজ শুরু করে দেব।
সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমি এখানে অবস্থান করছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসছেন। সেতুটি মেরামত করে যানচলাচলের উপযোগী করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।’
ফাহিম রহমান আরও বলেন, ‘বেইলি ব্রিজটিতে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ ছিল। তারপরেও অতিরিক্ত ভারী মালামাল বহন করার কারণে তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫