
বলিউডে শুধু নয়, বাংলাদেশ এমনকি হলিউডেও নারীকেন্দ্রিক সিনেমার বাজার বরাবরই খারাপ। নারী চরিত্রকে প্রধান করে তৈরি সিনেমা দেখতে দর্শক অতটা উৎসাহী থাকেন না। ফলে নির্মাতারাও কম আগ্রহী হন এ ধরনের গল্প নিয়ে ঝুঁকি নিতে। তবে এ প্রবণতাকে ভুল প্রমাণ করে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ক্রু’। রাজেশ কৃষ্ণান পরিচালিত এ সিনেমার কেন্দ্রে রয়েছে তিন বিমানবালা। অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন।
গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি। ৬০ কোটি রুপিতে তৈরি ক্রু প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যবসা করেছে ২০ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে কিছুটা বেড়ে হয়েছে ২১ দশমিক ৬ কোটি। তৃতীয় দিনে বিশ্বজুড়ে আয় করেছে ২১ দশমিক ৪০ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনেই লগ্নি তুলতে সক্ষম হয়েছে তিন নায়িকার এ কমেডি সিনেমা। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি রেকর্ড।
ক্রুর গল্পে দেখা যাবে, একদিন এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পান তিন বিমানবালা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটেন এ তিন চরিত্রের অভিনেত্রী কারিনা কাপুর, টাবু ও কৃতি। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। আদ্যোপান্ত কমেডির মোড়কে বর্তমান সময়ের এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ক্রুতে তিন অভিনেত্রীর সঙ্গী হয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও অভিনেতা কপিল শর্মা।
বাংলাদেশেও চলছে ‘ক্রু’
গত ২৯ মার্চ ভারতে মুক্তির তিন দিনের মাথায় বাংলাদেশের হলেও দেখা যাচ্ছে ক্রু। ১ এপ্রিল থেকে স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় প্রতিদিন এ সিনেমার ২৮টি শো চলছে। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিয়েছি। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ। আশা করি তাঁরা সিনেমাটি উপভোগ করবেন। এরই মধ্যে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের সময় ক্রুর শো বন্ধ থাকবে।’

বলিউডে শুধু নয়, বাংলাদেশ এমনকি হলিউডেও নারীকেন্দ্রিক সিনেমার বাজার বরাবরই খারাপ। নারী চরিত্রকে প্রধান করে তৈরি সিনেমা দেখতে দর্শক অতটা উৎসাহী থাকেন না। ফলে নির্মাতারাও কম আগ্রহী হন এ ধরনের গল্প নিয়ে ঝুঁকি নিতে। তবে এ প্রবণতাকে ভুল প্রমাণ করে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ক্রু’। রাজেশ কৃষ্ণান পরিচালিত এ সিনেমার কেন্দ্রে রয়েছে তিন বিমানবালা। অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন।
গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি। ৬০ কোটি রুপিতে তৈরি ক্রু প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যবসা করেছে ২০ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে কিছুটা বেড়ে হয়েছে ২১ দশমিক ৬ কোটি। তৃতীয় দিনে বিশ্বজুড়ে আয় করেছে ২১ দশমিক ৪০ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনেই লগ্নি তুলতে সক্ষম হয়েছে তিন নায়িকার এ কমেডি সিনেমা। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি রেকর্ড।
ক্রুর গল্পে দেখা যাবে, একদিন এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পান তিন বিমানবালা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটেন এ তিন চরিত্রের অভিনেত্রী কারিনা কাপুর, টাবু ও কৃতি। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। আদ্যোপান্ত কমেডির মোড়কে বর্তমান সময়ের এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ক্রুতে তিন অভিনেত্রীর সঙ্গী হয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও অভিনেতা কপিল শর্মা।
বাংলাদেশেও চলছে ‘ক্রু’
গত ২৯ মার্চ ভারতে মুক্তির তিন দিনের মাথায় বাংলাদেশের হলেও দেখা যাচ্ছে ক্রু। ১ এপ্রিল থেকে স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় প্রতিদিন এ সিনেমার ২৮টি শো চলছে। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিয়েছি। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ। আশা করি তাঁরা সিনেমাটি উপভোগ করবেন। এরই মধ্যে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের সময় ক্রুর শো বন্ধ থাকবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫