Ajker Patrika

রাস্তার পাশে ময়লার স্তূপ জনদুর্ভোগ চরমে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৯
রাস্তার পাশে ময়লার স্তূপ জনদুর্ভোগ চরমে

দিনাজপুরের খানসামায় নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা, আর এতে জনদুর্ভোগ চরমে। এমনই দৃশ্য দেখা গেছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাইপাস রাস্তা ও গরু হাটি থেকে ছাগল হাটি পর্যন্ত রাস্তায়। দীর্ঘদিন এই দুর্গন্ধের সঙ্গেই বাস করছেন এখানের বাসিন্দারা।

সরেজমিন দেখা যায়, পাকেরহাটের ব্রয়লার মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক অফিসের পাশের খোলা স্থানে ব্রয়লার মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট ফেলছেন। এতে ওই স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। তার সঙ্গে বাজারের অন্য দোকানিদের ময়লা, বাড়ির আবর্জনা, পচা ও বাসি খাবারের উচ্ছিষ্টে তৈরি হয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই

স্থানীয় পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ আবার হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলছেন। ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে আশপাশের পরিবেশকে দূষিত করছে। ফলে প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।

স্থানীয় বাসিন্দা পূজা দাস বলেন, ’ এই ময়লার স্তূপ নিয়ে অনেক আবেদন ও অনুরোধের পরেও কেউ কোনো সুরাহা করেনি। ফলে দুর্গন্ধ আর ভোগান্তি নিয়েই বাস করছি।’

ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আশরাফুল রিফাত নামের এক যুবক বলেন, ’ প্রতি বছর কোটি টাকার বেশি দিয়ে এই বাজারটি ইজারা দেওয়া হয়। কিন্তু এই ময়লার ভাগাড়ের জন্য এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেছে।’

এদিকে, বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও পাকেরহাট হাট কমিটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ময়লার স্তূপ সরানো হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত