নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তৃতীয় দিন গতকাল মঙ্গলবারও অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা । রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তৃতীয় দিনের কর্মসূচি চলাকালে অন্তত ২০ অনশনকারী অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন গেটকিপাররা।
কমলাপুর রেলস্টেশনের প্রশাসনিক ভবনের সামনে গত ২৭ ফেব্রুয়ারি অনশন শুরু করেন গেটকিপাররা। অনশনে অসুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে কুলাউড়া সেকশনের রায়হান, টঙ্গির লাকী আক্তার ও ফেনীর হালিমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যশোর সেকশনের চামেলি বেগম, শ্রীমঙ্গলের আকুল মণ্ডল, জামালপুরের কাকলি বেগম ও শ্রীমঙ্গলের কাউছার আহম্মেদ অনিককে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে অনশনস্থলেই অবস্থান করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানান, ৭২ ঘণ্টা ধরে কমলাপুরের খোলা আকাশের নিচে অনশন চালিয়ে এলেও এখনো রেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত গেটকিপাররা আন্দোলন চালিয়ে যাবেন। অনশনের কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তার দায় রেলপথ মন্ত্রণালয়কে নিতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন গেটকিপাররা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তৃতীয় দিন গতকাল মঙ্গলবারও অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা । রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তৃতীয় দিনের কর্মসূচি চলাকালে অন্তত ২০ অনশনকারী অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন গেটকিপাররা।
কমলাপুর রেলস্টেশনের প্রশাসনিক ভবনের সামনে গত ২৭ ফেব্রুয়ারি অনশন শুরু করেন গেটকিপাররা। অনশনে অসুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে কুলাউড়া সেকশনের রায়হান, টঙ্গির লাকী আক্তার ও ফেনীর হালিমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যশোর সেকশনের চামেলি বেগম, শ্রীমঙ্গলের আকুল মণ্ডল, জামালপুরের কাকলি বেগম ও শ্রীমঙ্গলের কাউছার আহম্মেদ অনিককে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে অনশনস্থলেই অবস্থান করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানান, ৭২ ঘণ্টা ধরে কমলাপুরের খোলা আকাশের নিচে অনশন চালিয়ে এলেও এখনো রেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত গেটকিপাররা আন্দোলন চালিয়ে যাবেন। অনশনের কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তার দায় রেলপথ মন্ত্রণালয়কে নিতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন গেটকিপাররা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫