Ajker Patrika

কাউন্সিলর প্রার্থীর খোঁজ নেই সন্ধান চেয়ে মাইকিং, জিডি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৫৮
কাউন্সিলর প্রার্থীর খোঁজ নেই সন্ধান চেয়ে মাইকিং, জিডি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (৪০) গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা আনোয়ার হোসেন। এ ছাড়া তাঁকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।

মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম জানান, মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত