নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্থানীয় নির্বাচনগুলোতে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কেউ কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই ঘটনা খুবই উদ্বেগজনক। এটি সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার শামিল।
গতকাল বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত ‘সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা’ শীর্ষক টিআইবির এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, গত ৫০ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হয়েছে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। যত দিন রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে, তত দিন সংখ্যালঘু নির্যাতন দেশে কমবে না। বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার কোনোটার বিচার হয়নি।
টিআইবি পরিচালক বলেন, হামলাকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তৈরি হতে পারে।
অনলাইনের এই অনুষ্ঠানে মূল প্রতিবেদন তুলে ধরেন টিআইবির সরকারি গবেষক মোস্তফা কামাল।
গবেষণায় বলা হয়, করোনাকালে দলিত শ্রেণির অনেকেই বর্ণবাদের কারণে আর্থিক সহায়তা পাননি। কোভিড-১৯ মহামারির সময় হিজড়াদের সরকারি ত্রাণ সহায়তার লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রান্তিক শ্রেণির মানুষেরা সেবা পান না বলেও গবেষণায় দাবি করা হয়। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা সংখ্যালঘু দলিত প্রান্তিক শ্রেণির মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে নানা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়। সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সেবায় পদে পদে বাধা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এতে ব্যাপকভাবে অধিকারবঞ্চিত হচ্ছেন দলিত, আদিবাসী, হিজড়া, অ্যাসিড সন্ত্রাসের শিকার ও চা-বাগান শ্রমিকেরা। তাঁদের সেবা প্রাপ্তি নিশ্চিতে ১০টি সুপারিশ করেছে টিআইবি।
টিআইবির পরিচালক শেখ মানজুর-ই-ইলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন টিআইবির গবেষক ও পলিসি পরিচালক মো. রফিকুল হাসান।

দেশের স্থানীয় নির্বাচনগুলোতে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কেউ কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই ঘটনা খুবই উদ্বেগজনক। এটি সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার শামিল।
গতকাল বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত ‘সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা’ শীর্ষক টিআইবির এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, গত ৫০ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হয়েছে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। যত দিন রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে, তত দিন সংখ্যালঘু নির্যাতন দেশে কমবে না। বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার কোনোটার বিচার হয়নি।
টিআইবি পরিচালক বলেন, হামলাকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তৈরি হতে পারে।
অনলাইনের এই অনুষ্ঠানে মূল প্রতিবেদন তুলে ধরেন টিআইবির সরকারি গবেষক মোস্তফা কামাল।
গবেষণায় বলা হয়, করোনাকালে দলিত শ্রেণির অনেকেই বর্ণবাদের কারণে আর্থিক সহায়তা পাননি। কোভিড-১৯ মহামারির সময় হিজড়াদের সরকারি ত্রাণ সহায়তার লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রান্তিক শ্রেণির মানুষেরা সেবা পান না বলেও গবেষণায় দাবি করা হয়। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা সংখ্যালঘু দলিত প্রান্তিক শ্রেণির মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে নানা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়। সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সেবায় পদে পদে বাধা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এতে ব্যাপকভাবে অধিকারবঞ্চিত হচ্ছেন দলিত, আদিবাসী, হিজড়া, অ্যাসিড সন্ত্রাসের শিকার ও চা-বাগান শ্রমিকেরা। তাঁদের সেবা প্রাপ্তি নিশ্চিতে ১০টি সুপারিশ করেছে টিআইবি।
টিআইবির পরিচালক শেখ মানজুর-ই-ইলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন টিআইবির গবেষক ও পলিসি পরিচালক মো. রফিকুল হাসান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫