নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পাকিস্তান সব সময় তাদের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মাধ্যমে নানাভাবে আমাদের বিব্রত করার চেষ্টা নিয়েছে। সেই ব্যাপারে আমরা সব সময় খেয়াল রাখছি, যাতে তারা এ ধরনের ঘটনা আর না ঘটাতে পারে। তাদের গতিবিধির ওপর নজর রয়েছে। আমরা সব সময় আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে ইন্টেলিজেন্স (গোয়েন্দা তথ্য) শেয়ার করে থাকি এবং আমরা সব সময় তাদের থেকে আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবরাখবর রাখতে সক্ষম হয়েছি।’
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। সারা পৃথিবীতেই তারা নানাভাবে অস্তিত্বের প্রমাণ দিয়েছে। মিয়ানমার থেকে ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে পাঠানো হয়েছে। তারা যদি দীর্ঘদিন থাকে তাদের মাধ্যমেই নতুনমাত্রায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েও যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘মুম্বাই হামলার ঘটনা আমরা ভুলতে পারি না। কেননা আর কোথাও এমন ঘটনা ঘটেনি। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে টার্গেট করে এটা করেছে। আর সে সময় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঙালিরা আমাদের অনুপ্রেরণা ছিল। এটা বলাই যায় যে ১৯৭১ এবং ২০০৮ এর ঘটনা প্রায় একই রকম। বাংলাদেশ এবং ভারত একসঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই পথচলা আরও দীর্ঘ হবে।’
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, বিশ্বে প্রতিবছর ২১ হাজার মানুষের জঙ্গি হামলায় মৃত্যু হয়। জঙ্গিরা ভয় দেখিয়ে সব জয় করতে চায়। তাই দেশের জঙ্গিবাদ নিরাসনে দেশীয় জঙ্গিদের বুঝিয়ে ফিরে আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। উপস্থিত ছিলেন সাংসদ আরোমা দত্ত, শহীদ জয়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পাকিস্তান সব সময় তাদের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মাধ্যমে নানাভাবে আমাদের বিব্রত করার চেষ্টা নিয়েছে। সেই ব্যাপারে আমরা সব সময় খেয়াল রাখছি, যাতে তারা এ ধরনের ঘটনা আর না ঘটাতে পারে। তাদের গতিবিধির ওপর নজর রয়েছে। আমরা সব সময় আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে ইন্টেলিজেন্স (গোয়েন্দা তথ্য) শেয়ার করে থাকি এবং আমরা সব সময় তাদের থেকে আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবরাখবর রাখতে সক্ষম হয়েছি।’
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। সারা পৃথিবীতেই তারা নানাভাবে অস্তিত্বের প্রমাণ দিয়েছে। মিয়ানমার থেকে ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে পাঠানো হয়েছে। তারা যদি দীর্ঘদিন থাকে তাদের মাধ্যমেই নতুনমাত্রায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েও যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘মুম্বাই হামলার ঘটনা আমরা ভুলতে পারি না। কেননা আর কোথাও এমন ঘটনা ঘটেনি। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে টার্গেট করে এটা করেছে। আর সে সময় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঙালিরা আমাদের অনুপ্রেরণা ছিল। এটা বলাই যায় যে ১৯৭১ এবং ২০০৮ এর ঘটনা প্রায় একই রকম। বাংলাদেশ এবং ভারত একসঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই পথচলা আরও দীর্ঘ হবে।’
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, বিশ্বে প্রতিবছর ২১ হাজার মানুষের জঙ্গি হামলায় মৃত্যু হয়। জঙ্গিরা ভয় দেখিয়ে সব জয় করতে চায়। তাই দেশের জঙ্গিবাদ নিরাসনে দেশীয় জঙ্গিদের বুঝিয়ে ফিরে আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। উপস্থিত ছিলেন সাংসদ আরোমা দত্ত, শহীদ জয়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫