Ajker Patrika

পিলার বসাতেই মেয়াদ শেষ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৩৭
পিলার বসাতেই মেয়াদ শেষ

চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে। তবুও নির্মাণ হয়নি সেতু। শুধু পিলার বসাতেই মেয়াদ শেষ করে ফেলেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এমন অবস্থা কুষ্টিয়ার কুমারখালী মহেন্দ্রপুর অভিমুখী প্রধান সড়কের গড়েরমাঠ বিলের ওপর নির্মাণাধীন ‘গড়েরমাঠ সেতু’র।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন লিখিত অভিযোগ দিয়েছেন সদকী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় প্রায় ৩০টি পরিবার।

অভিযোগকারী ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, গড়েরমাঠ সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হলেও সেতু নির্মাণ হয়নি। ফলে সেতুর পাশে সরু বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে মানুষ। এখন সেই সরু পথে বৃষ্টির পানি আটকে গেছে। এতে দুর্গাপুর, কাঠালডাঙ্গী, খোর্দ্দতারাপুর, বাটিকামারা, মালিয়াট, মটমালিয়াট গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, গড়েরমাঠ বিলের ওপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৯৯ টাকা পাঁচ পয়সা। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি চুক্তি সম্পন্ন করেন নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশার মেসার্স নূর কনস্ট্রাকশন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি কাজ শুরু করার চুক্তি ছিল। কিন্তু কাজের নমুনা মেলেনি চুক্তির কয়েক মাস পরেও। ঠিকাদার টিপু সুলতান বলেন, করোনা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুর কাজ শেষ হয়নি। সময় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।

উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, বর্ষায় আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে কাজের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো চিঠি পাননি। এ পর্যন্ত ২৫ থেকে ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, নির্মাণাধীন সেতু নিয়ে এলাকাবাসীর অনেক অভিযোগ। এবার আবার জলাবদ্ধতার লিখিত অভিযোগ পেয়েছেন। গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত