মো. হুমায়ূন কবীর, ঢাকা

দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আসনভিত্তিক ভোটারের যে হিসাব প্রকাশ করেছে, তাতে কোনো আসনে ভোটার রয়েছে দুই লাখের সামান্য কিছু বেশি; আবার কোনো আসনে রয়েছে প্রায় আট লাখ।
ইসির হালনাগাদ ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২ লাখের বেশি কিন্তু ৩ লাখের কম এমন ভোটারের আসন রয়েছে ৩৩টি; ৩ লাখের বেশি কিন্তু ৪ লাখের কম এমন আসন রয়েছে ১৩০টি; ৪ লাখের বেশি কিন্তু ৫ লাখের কম এমন আসন আছে ১০৭টি; ৫ লাখের বেশি কিন্তু ৬ লাখের কম ভোটারের আসন আছে ২১টি। এ ছাড়া ৬ লাখের বেশি, তবে ৭ লাখের কম ভোটারের এমন আসন রয়েছে ৭টি এবং ৭ লাখের বেশি, তবে ৮ লাখের কম এমন আসন রয়েছে ২টি।
ইসি ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর সর্বোচ্চ খরচ ২৫ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় হতে হবে ১০ টাকা। কিন্তু আসনভেদে ভোটারের সংখ্যায় যে পার্থক্য, তাতে ‘২৫ লাখ’ ও ‘১০ টাকার’ হিসাব মেনে ভোট করা বেশ কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার সব থেকে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ১২ জন। আসনটিতে একজন প্রার্থী ভোটারপ্রতি ১০ টাকা খরচ করলেও ২৫ লাখ টাকা ব্যয় হবে না। অন্যদিকে এবার সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। আসনটির একজন প্রার্থী ২৫ লাখ টাকার নির্দেশনা মানলে ভোটারপ্রতি সর্বোচ্চ ৩ টাকা ২১ পয়সা খরচ করতে পারবেন।
এ বিষয়ে কথা হলে সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি বিষয় মাথায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়।
ফলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ভোটার বেশি থাকে কিন্তু গ্রামাঞ্চলে ভোটার কম থাকে। আর ব্যয়টা যেহেতু ভোটারপ্রতি ১০ টাকা, এ ক্ষেত্রে কোনো আসনের প্রার্থীরা কোটি টাকার মতো খরচ করার সুযোগ পান, অনেকে আবার ১০ লাখ টাকাও খরচ করতে পারেন না। এটি নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি খুব একটা উপযোগী না। খরচের বিষয়ে প্রার্থীদের একটি প্রতিবেদন দিতে হয়। এটি অনেকটাই মিথ্যা তথ্যনির্ভর প্রতিবেদন। এই প্রতিবেদনে কোনো সত্য থাকে না। কারণ, নির্বাচন কমিশনের এটি মনিটরিং করার কোনো ক্ষমতা বা সুযোগ-সুবিধা নেই।
নির্বাচন কমিশনার মো. রফিকুল আরও বলেন, ‘সঠিক তথ্যের পরিবর্তে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। ফলে এই আইনটা দিয়ে টাকা ও পেশিশক্তি নিয়ন্ত্রণের যে প্রয়াস করা হয়েছিল, এটা পুরোটাই অকেজো হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে বলতে পারেন।’
ইসির তথ্যমতে, ৩০০ আসনের মধ্যে ৬৪টিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি; বাকিগুলোয় পুরুষ ভোটারের আধিক্য। এ নিয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আজকের পত্রিকাকে বলেন, নতুন প্রজন্মের ছেলেরা যেভাবে ভোটার হচ্ছেন, মেয়েরা হয়তো সেভাবে হচ্ছেন না বা আগ্রহী হয়ে উঠছেন না। আবার বয়স্ক নারী যাঁরা আছেন, তাঁদের কাছে হয়তো মেসেজটা ওইভাবে যাচ্ছে না। অনেকের হয়তো এখনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজন হচ্ছে না, সে জন্য ভোটারও হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
কবিতা খানম আরও বলেন, ‘যারা মধ্যবিত্তের নিচের লেভেলে বসবাস করে তারা কিন্তু ভোট দিতে আগ্রহী থাকে। আবার ২০০৮ সাল থেকে ভোটার তালিকার সঙ্গে এনআইডির একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। আমার কাছে আসা এ রকম অনেককে দেখেছি, যাদের এনআইডিও নেই, ভোটারও হননি। পরে এনআইডির জন্য ভোটার হয়েছে।’
ভোটার তালিকা বিশ্লেষণ করে আরও দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিজড়া ভোটার সব থেকে বেশি ঢাকা অঞ্চলে ১৬৬ জন। আর সব থেকে কম সিলেট অঞ্চলে ৪০ জন। আর ৫২ আসনে কোনো হিজড়া ভোটার নেই।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৭২০ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি রয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৩৫১ জন। এ ছাড়া তালিকায় ৮৪৮ জন হিজড়া ভোটারও রয়েছেন।

দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আসনভিত্তিক ভোটারের যে হিসাব প্রকাশ করেছে, তাতে কোনো আসনে ভোটার রয়েছে দুই লাখের সামান্য কিছু বেশি; আবার কোনো আসনে রয়েছে প্রায় আট লাখ।
ইসির হালনাগাদ ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২ লাখের বেশি কিন্তু ৩ লাখের কম এমন ভোটারের আসন রয়েছে ৩৩টি; ৩ লাখের বেশি কিন্তু ৪ লাখের কম এমন আসন রয়েছে ১৩০টি; ৪ লাখের বেশি কিন্তু ৫ লাখের কম এমন আসন আছে ১০৭টি; ৫ লাখের বেশি কিন্তু ৬ লাখের কম ভোটারের আসন আছে ২১টি। এ ছাড়া ৬ লাখের বেশি, তবে ৭ লাখের কম ভোটারের এমন আসন রয়েছে ৭টি এবং ৭ লাখের বেশি, তবে ৮ লাখের কম এমন আসন রয়েছে ২টি।
ইসি ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর সর্বোচ্চ খরচ ২৫ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় হতে হবে ১০ টাকা। কিন্তু আসনভেদে ভোটারের সংখ্যায় যে পার্থক্য, তাতে ‘২৫ লাখ’ ও ‘১০ টাকার’ হিসাব মেনে ভোট করা বেশ কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার সব থেকে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ১২ জন। আসনটিতে একজন প্রার্থী ভোটারপ্রতি ১০ টাকা খরচ করলেও ২৫ লাখ টাকা ব্যয় হবে না। অন্যদিকে এবার সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। আসনটির একজন প্রার্থী ২৫ লাখ টাকার নির্দেশনা মানলে ভোটারপ্রতি সর্বোচ্চ ৩ টাকা ২১ পয়সা খরচ করতে পারবেন।
এ বিষয়ে কথা হলে সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি বিষয় মাথায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়।
ফলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ভোটার বেশি থাকে কিন্তু গ্রামাঞ্চলে ভোটার কম থাকে। আর ব্যয়টা যেহেতু ভোটারপ্রতি ১০ টাকা, এ ক্ষেত্রে কোনো আসনের প্রার্থীরা কোটি টাকার মতো খরচ করার সুযোগ পান, অনেকে আবার ১০ লাখ টাকাও খরচ করতে পারেন না। এটি নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি খুব একটা উপযোগী না। খরচের বিষয়ে প্রার্থীদের একটি প্রতিবেদন দিতে হয়। এটি অনেকটাই মিথ্যা তথ্যনির্ভর প্রতিবেদন। এই প্রতিবেদনে কোনো সত্য থাকে না। কারণ, নির্বাচন কমিশনের এটি মনিটরিং করার কোনো ক্ষমতা বা সুযোগ-সুবিধা নেই।
নির্বাচন কমিশনার মো. রফিকুল আরও বলেন, ‘সঠিক তথ্যের পরিবর্তে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। ফলে এই আইনটা দিয়ে টাকা ও পেশিশক্তি নিয়ন্ত্রণের যে প্রয়াস করা হয়েছিল, এটা পুরোটাই অকেজো হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে বলতে পারেন।’
ইসির তথ্যমতে, ৩০০ আসনের মধ্যে ৬৪টিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি; বাকিগুলোয় পুরুষ ভোটারের আধিক্য। এ নিয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আজকের পত্রিকাকে বলেন, নতুন প্রজন্মের ছেলেরা যেভাবে ভোটার হচ্ছেন, মেয়েরা হয়তো সেভাবে হচ্ছেন না বা আগ্রহী হয়ে উঠছেন না। আবার বয়স্ক নারী যাঁরা আছেন, তাঁদের কাছে হয়তো মেসেজটা ওইভাবে যাচ্ছে না। অনেকের হয়তো এখনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজন হচ্ছে না, সে জন্য ভোটারও হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
কবিতা খানম আরও বলেন, ‘যারা মধ্যবিত্তের নিচের লেভেলে বসবাস করে তারা কিন্তু ভোট দিতে আগ্রহী থাকে। আবার ২০০৮ সাল থেকে ভোটার তালিকার সঙ্গে এনআইডির একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। আমার কাছে আসা এ রকম অনেককে দেখেছি, যাদের এনআইডিও নেই, ভোটারও হননি। পরে এনআইডির জন্য ভোটার হয়েছে।’
ভোটার তালিকা বিশ্লেষণ করে আরও দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিজড়া ভোটার সব থেকে বেশি ঢাকা অঞ্চলে ১৬৬ জন। আর সব থেকে কম সিলেট অঞ্চলে ৪০ জন। আর ৫২ আসনে কোনো হিজড়া ভোটার নেই।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৭২০ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি রয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৩৫১ জন। এ ছাড়া তালিকায় ৮৪৮ জন হিজড়া ভোটারও রয়েছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫