শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব পালন করা হয়েছে। অন্নকূট উৎসবটি হলো খাদ্যদেবীর আরাধনা। উপজেলার সবুজবাগ, রুপসপুর ও উত্তরশূর ইসকন মন্দিরে গিরিগোবর্ধন পূজা ও সহস্রপদের খাবারে এ উৎসবের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল সবুজবাগ ইসকন মন্দিরের পরিচালক কানাই কৃষ্ণ দাশ বলেন, ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এ উৎসবের আয়োজন করেন। দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় এ অন্নকূটের আয়োজন করেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা তা আয়োজন করে আসছেন।
সবুজবাগ যুব পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন ধাম বলেন, সবুজবাগ নিতাই গৌরমন্দিরে ভক্তদের নিয়ে এ অন্নকূটের আয়োজন করা হয়। অন্নকূটে প্রায় এক হাজার প্রকারের খাবার তৈরি করে ঈশ্বরের উদ্দেশে নিবেদন করা হয়।
ইসকনভক্ত আনন্দময় কেশব প্রভু বলেন, উপজেলার রুপসপুর আবাসিক এলাকায় মনোরঞ্জন দেবনাথের বাসভবনে রাধামাধব মন্দিরে আয়োজন করা হয় আরও একটি অন্নকূটের। যেখানে প্রায় ৫০৮ প্রকারের খাবার তৈরি করে ভগবানের উদ্দেশে নিবেদন করা হয়।
একই সঙ্গে সবুজবাগ এলাকার প্রয়াত ধীরেন্দ্র মালাকারের বাড়িতে ১০৮ প্রকারের ও মৌলভীবাজারের অজিমেরু গোস্বামী বাড়িতে ১ হাজার ৮ প্রকারের খাবার রান্না করে গিরিগোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয় বলে জানান হরিভক্ত বিষ্ণু ধর।
উত্তরশূর ইসকন মন্দিরের পরিচালক সুমেধা শ্যাম দাশ ব্রহ্মচারী বলেন, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণ পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করেছিলেন, যা কালের পরিক্রমায় অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব পালন করা হয়েছে। অন্নকূট উৎসবটি হলো খাদ্যদেবীর আরাধনা। উপজেলার সবুজবাগ, রুপসপুর ও উত্তরশূর ইসকন মন্দিরে গিরিগোবর্ধন পূজা ও সহস্রপদের খাবারে এ উৎসবের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল সবুজবাগ ইসকন মন্দিরের পরিচালক কানাই কৃষ্ণ দাশ বলেন, ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এ উৎসবের আয়োজন করেন। দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় এ অন্নকূটের আয়োজন করেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা তা আয়োজন করে আসছেন।
সবুজবাগ যুব পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন ধাম বলেন, সবুজবাগ নিতাই গৌরমন্দিরে ভক্তদের নিয়ে এ অন্নকূটের আয়োজন করা হয়। অন্নকূটে প্রায় এক হাজার প্রকারের খাবার তৈরি করে ঈশ্বরের উদ্দেশে নিবেদন করা হয়।
ইসকনভক্ত আনন্দময় কেশব প্রভু বলেন, উপজেলার রুপসপুর আবাসিক এলাকায় মনোরঞ্জন দেবনাথের বাসভবনে রাধামাধব মন্দিরে আয়োজন করা হয় আরও একটি অন্নকূটের। যেখানে প্রায় ৫০৮ প্রকারের খাবার তৈরি করে ভগবানের উদ্দেশে নিবেদন করা হয়।
একই সঙ্গে সবুজবাগ এলাকার প্রয়াত ধীরেন্দ্র মালাকারের বাড়িতে ১০৮ প্রকারের ও মৌলভীবাজারের অজিমেরু গোস্বামী বাড়িতে ১ হাজার ৮ প্রকারের খাবার রান্না করে গিরিগোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয় বলে জানান হরিভক্ত বিষ্ণু ধর।
উত্তরশূর ইসকন মন্দিরের পরিচালক সুমেধা শ্যাম দাশ ব্রহ্মচারী বলেন, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণ পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করেছিলেন, যা কালের পরিক্রমায় অব্যাহত রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫