নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে কোনো ক্ষমতাসীন সরকারই আইন মানেনি। গত ৫০ বছরে সংবিধান অনুযায়ী ইসি নিয়োগের আইন প্রণয়ন করেনি। সব সরকার সংবিধান লঙ্ঘন করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এই আইন করা অসম্ভব।
গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। চলমান স্থানীয় নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন এখন কিছু জটিল রোগে আক্রান্ত। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। একক ডাক্তারের পক্ষে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়।এ ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠনের বিকল্প নেই।
মাহবুব তালুকদার বলেন, গত ৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে আমি নিজে কেন্দ্র পরিদর্শন করি। ইভিএমে এখানে ২০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ছিল। কিন্তু জনগণের নির্বাচন-বিমুখতা হতাশার। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ইভিএমে ৭০ শতাংশ ভোট পড়েছে। এই বৈষম্য কেন, তার কারণ বিশ্লেষণ করা প্রয়োজন।
জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার বলেন, ৭ অক্টোবর চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও একজন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্বভাবতই ওই নির্বাচনে ২১ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। এটি নজিরবিহীন। এতে নির্বাচনে একটি নতুন ধারা সূচিত হলো। নবনির্বাচিত কাউন্সিলর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলায় দুই বছরের বেশি জেলে রয়েছেন। ইতিবাচকভাবে বলা যায়, জনসমর্থন না থাকলেও যেকোনো শ্রেণি-পেশার মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।
মাহবুব তালুকদার প্রশ্ন তুলে বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও আমরা যদি অন্ধকার ঘরে একটি কালো বিড়ালের মতো গণতন্ত্রকে খুঁজে ফিরি, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? একজন ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছামতো ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসবে, বাংলাদেশ রাষ্ট্র কি এই প্রত্যাশাটুকু পূরণ করতে পারবে না?

নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে কোনো ক্ষমতাসীন সরকারই আইন মানেনি। গত ৫০ বছরে সংবিধান অনুযায়ী ইসি নিয়োগের আইন প্রণয়ন করেনি। সব সরকার সংবিধান লঙ্ঘন করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এই আইন করা অসম্ভব।
গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। চলমান স্থানীয় নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন এখন কিছু জটিল রোগে আক্রান্ত। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। একক ডাক্তারের পক্ষে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়।এ ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠনের বিকল্প নেই।
মাহবুব তালুকদার বলেন, গত ৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে আমি নিজে কেন্দ্র পরিদর্শন করি। ইভিএমে এখানে ২০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ছিল। কিন্তু জনগণের নির্বাচন-বিমুখতা হতাশার। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ইভিএমে ৭০ শতাংশ ভোট পড়েছে। এই বৈষম্য কেন, তার কারণ বিশ্লেষণ করা প্রয়োজন।
জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার বলেন, ৭ অক্টোবর চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও একজন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্বভাবতই ওই নির্বাচনে ২১ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। এটি নজিরবিহীন। এতে নির্বাচনে একটি নতুন ধারা সূচিত হলো। নবনির্বাচিত কাউন্সিলর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলায় দুই বছরের বেশি জেলে রয়েছেন। ইতিবাচকভাবে বলা যায়, জনসমর্থন না থাকলেও যেকোনো শ্রেণি-পেশার মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।
মাহবুব তালুকদার প্রশ্ন তুলে বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও আমরা যদি অন্ধকার ঘরে একটি কালো বিড়ালের মতো গণতন্ত্রকে খুঁজে ফিরি, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? একজন ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছামতো ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসবে, বাংলাদেশ রাষ্ট্র কি এই প্রত্যাশাটুকু পূরণ করতে পারবে না?

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫