Ajker Patrika

পুকুর থেকে বস্তাবন্দী কবুতর উদ্ধার

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ৪৩
পুকুর থেকে বস্তাবন্দী কবুতর উদ্ধার

বরগুনার আমতলীতে ৩৬টি পোষা কবুতর মেরে বস্তাবন্দী করে পুকুরে ফেলা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন কবুতরের মালিক আমেনা খাতুন। গতকাল বুধবার সকালে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

আমেনা খাতুন জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাংগা গ্রামে নিজ বসতঘরের ছাদে কবুতর পালন করতেন তিনি। এক সময় শখের বসে শুরু করলেও পরে দিন দিন কবুতরের সংখ্যা বাড়তে থাকে। এরপর তিনি বাণিজ্যিকভাবে কবুতর পালন শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে খাবার দিতে গিয়ে দেখেন কবুতরের ঘরের তালা ভাঙা। ভেতরে কোনো কবুতর নেই। এরপর গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন তিনি। প্রতিবেশীদের সহায়তায় বস্তা পুকুর থেকে তুলে ৩৬টি কবুতর মৃত অবস্থায় পান তিনি।

তিনি বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কবুতরগুলো আমি আমার সন্তানের মতো করেই পালন করতাম। কবুতরগুলো চুরি করে নিয়ে গেলেও কষ্ট পেতাম না। কিন্তু তাদের মেরে ফেলার কারণে বুক ফেটে যাচ্ছে।’

আমতলী থানার ওসি কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি হৃদয়বিদারক। থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন কবুতরের মালিক। পুলিশ তদন্ত শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত