Ajker Patrika

শাবি কর্মকর্তা সমিতির নির্বাচন ২১ মার্চ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৩: ০৩
শাবি কর্মকর্তা সমিতির নির্বাচন ২১ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনর স্থগিত নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মার্চ (সোমবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু ইউসুফ এ তথ্য জানান।

আবু ইউসুফ জানান, আগামী ২১ মার্চ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ৮ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। ৯ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ১০ মার্চ বিকেল ৩টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৩ মার্চ বিকেল ৩টায়।

এ ছাড়াও নির্বাচনে আগামী ১৬ মার্চ এবং ২০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অগ্রিম ভোট প্রদান করা যাবে বলে জানান তিনি।

এদিকে কর্মকর্তা সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত