জুবাইদুল ইসলাম, শেরপুর

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ পর্যটন কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এরই আওতায় আরও বেশি পর্যটক টানতে গজনী অবকাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও জিপ লাইনিং রাইড। গত শনিবার দুপুরে এসব স্থাপনার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশিদ।
ডিসি বলেন, শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্রটি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমায় গজনীতে পর্যটকদের বিচরণ বেড়েছে। পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে জেলা প্রশাসন নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও জিপ লাইনিং চালু করা হয়। শনিবার রাইডগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এগুলোর মাধ্যমে শেরপুরে পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে আমার বিশ্বাস। এ ছাড়া এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য একটি কালচারাল সেন্টার গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাংটিয়া এলাকায় পর্যটকদের রাত্রিযাপনের জন্য একটি হোটেল নির্মাণ করা হবে। গজনীর লেকে কটেজ, ফিশিং ও কায়াকিংয়ের ব্যবস্থা করা হবে, এগুলোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যে ঊর্ধ্বতন মহলে টুরিস্ট পুলিশ চেয়ে আবেদন করা হয়েছে। আপাতত আমরা স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।
রাইডগুলো উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুয়েল সাংমা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদিক আল শাফিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধন ও ভ্রমণপিপাসুদের বিনোদনের জন্য প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়েতিনটি রাইড নির্মাণ করা হয়। এর মধ্যে পাহাড়ের এক টিলা থেকে অপর টিলায় যাতায়াতের জন্য ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কারে উঠে পাহাড় ও লেকের সৌন্দর্য উপভোগ এবং দৃষ্টিনন্দন ১ নম্বর লেকের ওপর দিয়ে জিপ লাইনিং করতে পারবেন পর্যটকেরা।

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ পর্যটন কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এরই আওতায় আরও বেশি পর্যটক টানতে গজনী অবকাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও জিপ লাইনিং রাইড। গত শনিবার দুপুরে এসব স্থাপনার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশিদ।
ডিসি বলেন, শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্রটি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমায় গজনীতে পর্যটকদের বিচরণ বেড়েছে। পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে জেলা প্রশাসন নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও জিপ লাইনিং চালু করা হয়। শনিবার রাইডগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এগুলোর মাধ্যমে শেরপুরে পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে আমার বিশ্বাস। এ ছাড়া এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য একটি কালচারাল সেন্টার গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাংটিয়া এলাকায় পর্যটকদের রাত্রিযাপনের জন্য একটি হোটেল নির্মাণ করা হবে। গজনীর লেকে কটেজ, ফিশিং ও কায়াকিংয়ের ব্যবস্থা করা হবে, এগুলোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যে ঊর্ধ্বতন মহলে টুরিস্ট পুলিশ চেয়ে আবেদন করা হয়েছে। আপাতত আমরা স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।
রাইডগুলো উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুয়েল সাংমা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদিক আল শাফিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধন ও ভ্রমণপিপাসুদের বিনোদনের জন্য প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়েতিনটি রাইড নির্মাণ করা হয়। এর মধ্যে পাহাড়ের এক টিলা থেকে অপর টিলায় যাতায়াতের জন্য ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কারে উঠে পাহাড় ও লেকের সৌন্দর্য উপভোগ এবং দৃষ্টিনন্দন ১ নম্বর লেকের ওপর দিয়ে জিপ লাইনিং করতে পারবেন পর্যটকেরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫