Ajker Patrika

‘নির্বাচন কেন্দ্র করে লাশ দেখতে চাই না’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
‘নির্বাচন কেন্দ্র করে লাশ দেখতে চাই না’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘এবার আমি নিজে নির্বাচন মনিটরিং করব। ভোটারদের মাঝে যেন ক্ষোভের সৃষ্টি না হয়, সে জন্য সবার সহযোগিতা দরকার। আমার জীবনে আমি বহু লাশ দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আমি লাশ দেখতে চাই না। আপনারা মনে করবেন না আমরা উদাসীন।’

গতকাল রোববার দুপুরে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রার্থীদের উদ্দেশে এই মন্তব্য করেন ইসি।

প্রার্থীদের অভিযোগের বিষয়ে বলেন, ‘আমরা আপনাদের সবার অভিযোগ আমলে নিয়েছি, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপনাদের কাছে অনুরোধ সব ভোটারদের বলবেন ভোটকেন্দ্রে যেতে। তারপরও যদি যেতে না পারে তাহলে পুলিশ, ম্যাজিস্ট্রেট, র‍্যাব আছে তারা ব্যবস্থা নেবে। ইভিএমে মাত্র একটি ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অন্য কেউ যদি ব্যালটে টিপ দেয় তাহলে ডকুমেন্টারি অভিযোগ দেবেন। দরকার হলে আমরা ভোট বন্ধ করে দেব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার, এবিএম সিরাজুল মামুন, মুফতি মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম বাবু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত