ফারুক ছিদ্দিক, ঢাবি

সাজ সাজ রব বলতে যা বোঝায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণের পরিবেশ এখন ঠিক তাই। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা এখন বেশ ব্যস্ত। গভীর মনোযোগে কেউ আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়, কেউ কেউ বানাচ্ছেন বাহারি মুখোশ। টেপাপুতুল, ঘোড়া, ফুল, পেঁচা, মাছসহ নানা রকমের শিল্পকর্ম তৈরি করে সাজিয়ে রাখা হচ্ছে। লোকজন কিনতে আসছেন। এসব শিল্পকর্ম বিক্রির টাকা দিয়েই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো ঢাবির চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, যা ইতিমধ্যেই ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। তাই এবারের আয়োজন নিয়ে আশায় বুক বাঁধছেন আয়োজকেরা। মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালে যা কিছু আমাদের জীবনকে মলিন করে দিয়েছে সেগুলো মুছে যাক। জীবন হোক নির্মল ও মঙ্গলময়। এবারে পয়লা বৈশাখেই এটাই আমাদের চাওয়া।’ এমন প্রত্যাশা থেকেই এবারের মূল প্রতিপাদ্য নেওয়া হয়েছে রজনীকান্ত সেনের গান থেকে ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
এবারের আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চারুকলা অনুষদের ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রাচ্যকলা বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী সুপ্রিয় ঘোষ বলেন, ‘পয়লা বৈশাখের আগেই সব কাজ শেষ হবে। শিক্ষকেরা সাধ্যমতো সহযোগিতা করছেন।’ সরেজমিন দেখা যায়, দেয়ালচিত্র ও রংতুলিসহ বিভিন্ন কাজে দিকনির্দেশনা দিচ্ছেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী। আজকের পত্রিকাকে সঞ্জয় বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবি আঁকা ছিল মূলত বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা, লোকজ সংস্কৃতির সেই চেতনা ধারণ করাই আমাদের মূল চ্যালেঞ্জ। এ কারণেই আমাদের পথচলা, ত্যাগ ও পরিশ্রম।’
এদিকে পয়লা বৈশাখে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বলা হয়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
বাংলা নববর্ষ উদ্যাপন সফল করতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সাজ সাজ রব বলতে যা বোঝায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণের পরিবেশ এখন ঠিক তাই। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা এখন বেশ ব্যস্ত। গভীর মনোযোগে কেউ আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়, কেউ কেউ বানাচ্ছেন বাহারি মুখোশ। টেপাপুতুল, ঘোড়া, ফুল, পেঁচা, মাছসহ নানা রকমের শিল্পকর্ম তৈরি করে সাজিয়ে রাখা হচ্ছে। লোকজন কিনতে আসছেন। এসব শিল্পকর্ম বিক্রির টাকা দিয়েই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো ঢাবির চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, যা ইতিমধ্যেই ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। তাই এবারের আয়োজন নিয়ে আশায় বুক বাঁধছেন আয়োজকেরা। মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালে যা কিছু আমাদের জীবনকে মলিন করে দিয়েছে সেগুলো মুছে যাক। জীবন হোক নির্মল ও মঙ্গলময়। এবারে পয়লা বৈশাখেই এটাই আমাদের চাওয়া।’ এমন প্রত্যাশা থেকেই এবারের মূল প্রতিপাদ্য নেওয়া হয়েছে রজনীকান্ত সেনের গান থেকে ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
এবারের আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চারুকলা অনুষদের ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রাচ্যকলা বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী সুপ্রিয় ঘোষ বলেন, ‘পয়লা বৈশাখের আগেই সব কাজ শেষ হবে। শিক্ষকেরা সাধ্যমতো সহযোগিতা করছেন।’ সরেজমিন দেখা যায়, দেয়ালচিত্র ও রংতুলিসহ বিভিন্ন কাজে দিকনির্দেশনা দিচ্ছেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী। আজকের পত্রিকাকে সঞ্জয় বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবি আঁকা ছিল মূলত বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা, লোকজ সংস্কৃতির সেই চেতনা ধারণ করাই আমাদের মূল চ্যালেঞ্জ। এ কারণেই আমাদের পথচলা, ত্যাগ ও পরিশ্রম।’
এদিকে পয়লা বৈশাখে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বলা হয়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
বাংলা নববর্ষ উদ্যাপন সফল করতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫