Ajker Patrika

‘শৌচাগারে যাওয়াই যায় না’

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১: ০১
‘শৌচাগারে যাওয়াই যায় না’

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী তালতলা বাজার। এক বর্গকিলোমিটার আয়তনের এ বাজারে মাত্র দুটি গণশৌচাগার। দুটিই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিন দেখা যায়, তালতলা বাজারে প্রায় ১ হাজার ৫০০ দোকান রয়েছে। এ বিশাল বাজারের গণশৌচাগার দুটি জরাজীর্ণ, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া মাছবাজারের পাশে শৌচাগারটির উত্তর-পশ্চিম পাশেই দোকানিদের কাঁচামালের অবশিষ্ট, মুরগির বিষ্ঠা, গরু জবাইয়ের বর্জ্যসহ নানা ধরনের বর্জ্য ফেলা হয়েছে। বর্জ্যের দুর্গন্ধে শৌচাগারে যাওয়াই যায় না।

তালতলা বাজারে আসা ক্রেতা হাজেরা বেগম বলেন, ‘এত বড় একটি বাজার, কিন্তু এখানে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই।’

ব্যবসায়ী ইয়ামিন হোসেন বলেন, ‘টয়লেটে যেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নকর্মীকে পাঁচ টাকা করে দিতে হয়। কিন্তু শৌচাগার ঠিকমতো পরিষ্কার করে না। তা ছাড়া টয়লেটের দরজা ভাঙা। পাশের ময়লার স্তূপের দুর্গন্ধে টয়লেটে যাওয়া যায় না।’

তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘পাবলিক টয়লেট দুটি মোটামুটি ব্যবহার করা যায়। তবে দরজা একটু খারাপ আছে। সেগুলো মেরামত করে দেব। আরেকটি নতুন নির্মাণ করা হচ্ছে, শিগগিরই ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

মালখানগর ইউপির সচিব আমিনুর রহমান বলেন, ‘মাছবাজার ও উত্তর বাজারের পুরোনো টয়লেট সংস্কার করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। বরাদ্দ পেলে সংস্কারকাজ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত