তালহা চৌধুরী

সহশিক্ষা কার্যক্রম হলো এমন কাজ, যা স্কুল পাঠ্যক্রমের বাইরে করা হয়। ক্রীড়া দল ও ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবামূলক যেকোনো কাজ ও ইন্টার্নশিপ পর্যন্ত হতে পারে। যদিও এগুলো সরাসরি একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যে অবদান রাখতে পারে না, তবে তা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও ব্যবহারিক জীবনে কল্যাণ বয়ে আনে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সহশিক্ষা কার্যক্রম খুঁজে না পাওয়া শিক্ষার্থীদের একটা কমন সমস্যা। সেটি দূর করতেই আজকে আমার অভিজ্ঞতা থেকে কিছু সাজেশন আর রিসোর্স দেব।
সহশিক্ষা কার্যক্রমে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আমি এখানে শুধু দুটি প্রধান কাজ নিয়মিত করতে পরামর্শ দেব। কাজ দুটি হলো:
অনলাইন কমিউনিটিগুলোতে নিজের উপস্থিতি জানান দেওয়া
তুমি কোনো একটা বিষয়ে অনেক দক্ষ কিন্তু কেউ জানে না তুমি একটা জব খুঁজছ অথবা তুমি কিছু করতে চাও; কিন্তু সুযোগ পাচ্ছ না। তাহলে কীভাবে তুমি সুযোগের খোঁজ পাবে? ঠিক ধরেছ। বেশির ভাগ সময় পাবেই না। যারা কাজ দিতে চায় অনেক সময় তারা ঝামেলার কারণে কাজ পোস্টই করতে চায় না। তারা দেখে তাদের আশপাশে কেউ এ রকম দক্ষ আছে কি না এবং তাদের জিজ্ঞাসা করে, তারা কাজ করতে চায় কি না। এই দক্ষতার আন্দাজ করে তারা অনলাইনে তাদের কার্যক্রম দেখে। তাই কোনো একটা বিষয়ে দক্ষ হলে তুমি একটা উপায় খুঁজে বের করো, যেটা ব্যবহার করে মানুষকে তোমার দক্ষতার বিষয়ে জানিয়ে দিতে পারো।
তুমি হয়তো গ্রাফিকস ডিজাইন খুব ভালো পারো অথবা শিখছ। তো তোমার ফেসবুক বা লিংকডইনে সম্প্রতি করা কোনো ডিজাইন পোস্ট করতে পারো। কোডিং ভালো পারলে কোনো প্রজেক্ট বানিয়ে সেটা শেয়ার করতে পারো। এভাবে অনলাইনে উপস্থিত থাকা সুযোগের দরজা খুলে দেয়।
অনলাইন সার্চ করতে দক্ষ হওয়া
জেনে হয়তো অবাক হবে, আমাদের জীবনের বেশির ভাগ সুযোগ আমাদের হাতের বাইরে থেকে যায় শুধু আমরা অনলাইনে ঠিকভাবে সার্চ করতে পারি না বলে। বেশির ভাগ সময় এমন হয়, আমরা জানিই না এই জিনিস/টপিকে অনলাইনে কিছু থাকতে পারে অথবা আমরা ভুলেই যাই সার্চ করার কথা। এই প্যারাডক্সে পড়ে আমরা অনেক বিষয় খুঁজেই পাই না। নিচের কয়টা জিনিস তুমি আগে থেকে জানতে কি না দেখতে পারো:
অনলাইনে এমন একটা ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার বাঘা বাঘা স্টার্টআপ কোম্পানির ইন্টার্নশিপ পাওয়া যায়, আর আবেদন করা যায় সংগঠিতভাবে।
ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমরা কত টাকা খরচ করি এই-সেই কোর্সে; কিন্তু অনলাইনে এমন একটা কোর্স আছে যেটা ফ্রি। বিশ্বের প্রায় ৫০০০+ ডেভেলপার মিলে তৈরি করেছে সেই কোর্স।
অনলাইনে এমন একটি ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার যেকোনো বিষয় শিখতে চাও না কেন, যদি সার্চ দাও তাহলে ম্যাপ আকারে কোনটার পর কোনটা, এমনকি রিসোর্সসহ দেখাবে।
ওপরের প্রতিটি রিসোর্স খুঁজে, যাচাই করে, নিজের জন্য সুযোগ তৈরি করা এখন তোমার দায়িত্ব। সবার জন্য শুভকামনা।
তালহা চৌধুরী: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিকস, বেনিংটন কলেজ ইউএসএ।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ

সহশিক্ষা কার্যক্রম হলো এমন কাজ, যা স্কুল পাঠ্যক্রমের বাইরে করা হয়। ক্রীড়া দল ও ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবামূলক যেকোনো কাজ ও ইন্টার্নশিপ পর্যন্ত হতে পারে। যদিও এগুলো সরাসরি একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যে অবদান রাখতে পারে না, তবে তা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও ব্যবহারিক জীবনে কল্যাণ বয়ে আনে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সহশিক্ষা কার্যক্রম খুঁজে না পাওয়া শিক্ষার্থীদের একটা কমন সমস্যা। সেটি দূর করতেই আজকে আমার অভিজ্ঞতা থেকে কিছু সাজেশন আর রিসোর্স দেব।
সহশিক্ষা কার্যক্রমে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আমি এখানে শুধু দুটি প্রধান কাজ নিয়মিত করতে পরামর্শ দেব। কাজ দুটি হলো:
অনলাইন কমিউনিটিগুলোতে নিজের উপস্থিতি জানান দেওয়া
তুমি কোনো একটা বিষয়ে অনেক দক্ষ কিন্তু কেউ জানে না তুমি একটা জব খুঁজছ অথবা তুমি কিছু করতে চাও; কিন্তু সুযোগ পাচ্ছ না। তাহলে কীভাবে তুমি সুযোগের খোঁজ পাবে? ঠিক ধরেছ। বেশির ভাগ সময় পাবেই না। যারা কাজ দিতে চায় অনেক সময় তারা ঝামেলার কারণে কাজ পোস্টই করতে চায় না। তারা দেখে তাদের আশপাশে কেউ এ রকম দক্ষ আছে কি না এবং তাদের জিজ্ঞাসা করে, তারা কাজ করতে চায় কি না। এই দক্ষতার আন্দাজ করে তারা অনলাইনে তাদের কার্যক্রম দেখে। তাই কোনো একটা বিষয়ে দক্ষ হলে তুমি একটা উপায় খুঁজে বের করো, যেটা ব্যবহার করে মানুষকে তোমার দক্ষতার বিষয়ে জানিয়ে দিতে পারো।
তুমি হয়তো গ্রাফিকস ডিজাইন খুব ভালো পারো অথবা শিখছ। তো তোমার ফেসবুক বা লিংকডইনে সম্প্রতি করা কোনো ডিজাইন পোস্ট করতে পারো। কোডিং ভালো পারলে কোনো প্রজেক্ট বানিয়ে সেটা শেয়ার করতে পারো। এভাবে অনলাইনে উপস্থিত থাকা সুযোগের দরজা খুলে দেয়।
অনলাইন সার্চ করতে দক্ষ হওয়া
জেনে হয়তো অবাক হবে, আমাদের জীবনের বেশির ভাগ সুযোগ আমাদের হাতের বাইরে থেকে যায় শুধু আমরা অনলাইনে ঠিকভাবে সার্চ করতে পারি না বলে। বেশির ভাগ সময় এমন হয়, আমরা জানিই না এই জিনিস/টপিকে অনলাইনে কিছু থাকতে পারে অথবা আমরা ভুলেই যাই সার্চ করার কথা। এই প্যারাডক্সে পড়ে আমরা অনেক বিষয় খুঁজেই পাই না। নিচের কয়টা জিনিস তুমি আগে থেকে জানতে কি না দেখতে পারো:
অনলাইনে এমন একটা ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার বাঘা বাঘা স্টার্টআপ কোম্পানির ইন্টার্নশিপ পাওয়া যায়, আর আবেদন করা যায় সংগঠিতভাবে।
ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমরা কত টাকা খরচ করি এই-সেই কোর্সে; কিন্তু অনলাইনে এমন একটা কোর্স আছে যেটা ফ্রি। বিশ্বের প্রায় ৫০০০+ ডেভেলপার মিলে তৈরি করেছে সেই কোর্স।
অনলাইনে এমন একটি ওয়েবসাইট আছে, যেখানে দুনিয়ার যেকোনো বিষয় শিখতে চাও না কেন, যদি সার্চ দাও তাহলে ম্যাপ আকারে কোনটার পর কোনটা, এমনকি রিসোর্সসহ দেখাবে।
ওপরের প্রতিটি রিসোর্স খুঁজে, যাচাই করে, নিজের জন্য সুযোগ তৈরি করা এখন তোমার দায়িত্ব। সবার জন্য শুভকামনা।
তালহা চৌধুরী: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিকস, বেনিংটন কলেজ ইউএসএ।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫