
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১২তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। বিষয় ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’।
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ পর্বে অংশগ্রহণ করবেন তারেক মাসুদের সহোদর শব্দগ্রাহক নাহিদ মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। এ বছর তারেক মাসুদ স্মারক বক্তৃতা দেবেন চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেল ৫টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেবেন চলচ্চিত্র পরিচালক মনিস রফিক। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘রানওয়ে’।
এ ছাড়া ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। বিকেল ৪টা থেকে টিএসসি মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত টিএসসি-সংলগ্ন ‘সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। রাত ৮টায় ভার্চুয়াল মাধ্যমে প্রয়াতদের নিকটজনদের অংশগ্রহণে থাকছে স্মরণানুষ্ঠান।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক, সাংবাদিক মিশুক মুনীরসহ তিনজন চলচ্চিত্রকর্মী।

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১২তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। বিষয় ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’।
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ পর্বে অংশগ্রহণ করবেন তারেক মাসুদের সহোদর শব্দগ্রাহক নাহিদ মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। এ বছর তারেক মাসুদ স্মারক বক্তৃতা দেবেন চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেল ৫টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেবেন চলচ্চিত্র পরিচালক মনিস রফিক। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘রানওয়ে’।
এ ছাড়া ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। বিকেল ৪টা থেকে টিএসসি মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত টিএসসি-সংলগ্ন ‘সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। রাত ৮টায় ভার্চুয়াল মাধ্যমে প্রয়াতদের নিকটজনদের অংশগ্রহণে থাকছে স্মরণানুষ্ঠান।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক, সাংবাদিক মিশুক মুনীরসহ তিনজন চলচ্চিত্রকর্মী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫