Ajker Patrika

দিনে রেকি করে রাতে চুরি করত তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ০২
দিনে রেকি করে রাতে চুরি করত তারা

এরা সবাই নিম্ন আয়ের মানুষ। মোহাম্মদপুরে মেস ভাড়া নিয়ে একসঙ্গে থাকে। কেউ ফল বিক্রেতা, কেউবা অটোরিকশাচালক, আবার কেউ ভ্যানচালক। সারা দিন কাজের ফাঁকে বিভিন্ন বাসা ঘুরেফিরে দেখত। মেসে ফিরে রাতের বেলা হতো পরিকল্পনা। পরে সময়-সুযোগ বুঝে সংঘবদ্ধভাবে চুরি করত। গত বুধবার ধানমন্ডিতে জানালার গ্রিল কেটে এরাই চুরি করেছে।

গতকাল শনিবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, চুরির ঘটনার শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মূল হোতাসহ চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, এই চক্রের সদস্য সংখ্যা ৬-৭ জন। ফাঁকা বাড়িই তাদের লক্ষ্য। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, ধানমন্ডির ১১/এ নম্বর রোডের ওই বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তারা। চুরির ঘটনাটি প্রবাসে অবস্থানরত বাড়ির মালিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান এবং পরবর্তীকালে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করলে আলোড়ন সৃষ্টি হয়। এরপর অভিযানে চক্রের সদস্য নাসির শেখ (২৫), মো. ফরহাদ (২৯), মো. সেলিম (২৬), মো. আজাদকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত