
নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিন শিকারিকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন গতকাল মঙ্গলবার সকালে চলনবিলের খুবজীপুর, হরদোমা, দীঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলশাসহ প্রায় ১০টি মাঠে পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাখি শিকার করা ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এরই মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি।
তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে শিকারিরা সবাই পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
পাবনা: পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিনজন পাখি শিকারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে চরদুলাই বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– উপজেলার গোবিন্দপুর গ্রামের আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের আলাউদ্দিন আলী (৩৫), চলদুলাই গ্রামের মোজাহার আলী (৪০)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাখি শিকারিরা সংঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রকার দেশি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানা চত্বর থেকে জনসমক্ষে পাখিগুলো অবমুক্ত করেন।

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিন শিকারিকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন গতকাল মঙ্গলবার সকালে চলনবিলের খুবজীপুর, হরদোমা, দীঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলশাসহ প্রায় ১০টি মাঠে পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাখি শিকার করা ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এরই মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি।
তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে শিকারিরা সবাই পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
পাবনা: পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিনজন পাখি শিকারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে চরদুলাই বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– উপজেলার গোবিন্দপুর গ্রামের আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের আলাউদ্দিন আলী (৩৫), চলদুলাই গ্রামের মোজাহার আলী (৪০)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাখি শিকারিরা সংঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রকার দেশি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানা চত্বর থেকে জনসমক্ষে পাখিগুলো অবমুক্ত করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫