কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ত্রাণ নয়, বাঁধ চাই’—এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের ভেঙে যাওয়া চান্দুপাড়া বাঁধের কালা মিয়ার স্লুইসগেটের ওপর এ মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ। এ সময় রাবনাবাদ নদী ভাঙনে বিলীন চান্দুপাড়া বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বৃষ্টি হলেই ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে এ এলাকায়। ফলে লালুয়া ইউপির চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচ নং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট।
এলাকাবাসীর দাবি, অনেক বছর ধরে ভাঙা এই বাঁধের কারণে এই ইউনিয়নের বেশ কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর আগে এ জলাবদ্ধতার মধ্যে রাস্তা ও সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়। এ ছাড়া বাঁধ না থাকায় জোয়ারে পানি বাড়লেই প্রায় ১২০০ একর ফসলি জমি তলিয়ে যায়। এ বছর আমন চাষাবাদ শুরু হলেও গত ১৫ দিনের স্থায়ী জলাবদ্ধতায় প্রায় এক শ একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে।
এলাকাবাসী দাবি করেন, তাঁরা ত্রাণ চান না। চান, চর চান্দুপাড়া গ্রামের ভাঙা বাঁধটি অতি দ্রুত মেরামত করা হোক। পাশাপাশি পানির চাপে ভেঙে পরা চান্দুপাড়া গ্রামের স্লুইস গেটটি সংস্কার করা হোক। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়া বাঁধের বর্তমানে ১৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবস্যার জোয়ারে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ত্রাণ নয়, বাঁধ চাই’—এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের ভেঙে যাওয়া চান্দুপাড়া বাঁধের কালা মিয়ার স্লুইসগেটের ওপর এ মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ। এ সময় রাবনাবাদ নদী ভাঙনে বিলীন চান্দুপাড়া বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বৃষ্টি হলেই ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে এ এলাকায়। ফলে লালুয়া ইউপির চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচ নং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট।
এলাকাবাসীর দাবি, অনেক বছর ধরে ভাঙা এই বাঁধের কারণে এই ইউনিয়নের বেশ কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর আগে এ জলাবদ্ধতার মধ্যে রাস্তা ও সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়। এ ছাড়া বাঁধ না থাকায় জোয়ারে পানি বাড়লেই প্রায় ১২০০ একর ফসলি জমি তলিয়ে যায়। এ বছর আমন চাষাবাদ শুরু হলেও গত ১৫ দিনের স্থায়ী জলাবদ্ধতায় প্রায় এক শ একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে।
এলাকাবাসী দাবি করেন, তাঁরা ত্রাণ চান না। চান, চর চান্দুপাড়া গ্রামের ভাঙা বাঁধটি অতি দ্রুত মেরামত করা হোক। পাশাপাশি পানির চাপে ভেঙে পরা চান্দুপাড়া গ্রামের স্লুইস গেটটি সংস্কার করা হোক। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়া বাঁধের বর্তমানে ১৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবস্যার জোয়ারে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫