Ajker Patrika

জলজ সম্পদ গবেষণায় দেশসেরা সিকৃবি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪: ৪২
জলজ সম্পদ গবেষণায় দেশসেরা সিকৃবি

জলজ সম্পদ ও মৎস্য গবেষণায় দেশসেরা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। এ উপলক্ষে আয়োজন করা হয় ‘সেলিব্রেশন অব অ্যাচিভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করে মাৎস্যবিজ্ঞান অনুষদ।

উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পার্থ প্রতীম বর্মনের সঞ্চালনায় এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

অনুষ্ঠান কমিটির আহ্বায়ক মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ের আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে একুয়াটিক সায়েন্স বিষয়ে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ও বিশ্বে ৩৫০তম অবস্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় ও পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ, শিক্ষায় ও গবেষণায় বহুদূর এগিয়েছে। অনুষদের ৪৪ জন শিক্ষক ও গবেষক রাতদিন পরিশ্রম করে আজকের এই অবস্থান তৈরি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত