
৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিউইতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।

৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিউইতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫