Ajker Patrika

কালীগঞ্জে সড়কে পানি চলাচলে ভোগান্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
কালীগঞ্জে সড়কে পানি চলাচলে ভোগান্তি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সদরের পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক ও কাকিনা-রংপর সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টিতে লালমনিরহাট-বুড়িমারী প্রধান সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোর মধ্যে কাকিনা-রংপর, তুষভান্ডার-আমিনগঞ্জ, তুষভান্ডার-চাপারহাট, কালীগঞ্জ-চামটাহাটন সড়কের বেশ কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এসব সড়কে চলাচলে রীতিমতো নাকাল হয়ে পড়েছেন চলাচলকারীরা। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক স্থানে রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, সড়কগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আশপাশের বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁর পানি নিষ্কাশন হয় সড়কের ওপর দিয়ে। ফলে সড়কগুলো সংস্কার করা হলেও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ। এতে চলাচলে যানবাহনসহ পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে।

কাকিনা-রংপর সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুলাহ আল মামুন বলেন, ‘এ সড়কে পানি জমলে নামতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। কষ্ট করে সড়কটি দিয়ে গাড়ি চালাতে হয়।’

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, ‘এসব রাস্তার বেশির ভাগই এডিবি প্রকল্পে দেওয়া আছে, বর্ষার আগে কাজ হয়ে যাবে। কাকিনা-রংপুর সড়কের কাজটি খুব দ্রুত করার ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত