শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

এমপিওভুক্ত করা হয়নি ৯ জন শিক্ষককে। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই শিক্ষকেরা। এমপিওর জন্য প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন তাঁরা।
জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়টি। আর ২০১৯ সালের ২৩ অক্টোবর এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়টিতে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা নিজের নাম ও তাঁর মনমতো চারজনসহ মোট পাঁচজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করেন। বাকি ৯ জন শিক্ষক-শিক্ষিকা বিধি অনুয়ায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অজ্ঞাত কারণে তাঁদের নাম এমপিওভুক্ত হয়নি। ফলে দীর্ঘদিন তাঁরা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।
নাম এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মণ জানান, ‘২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে বিনা বেতনে শিক্ষকতা করছি। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলো, তখন ভেবেছিলাম কষ্টের বুঝি অবসান হলো। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করলেও অজানা কারণে আমাদের নাম এমপিওভুক্ত করার ব্যবস্থা করছেন না।’
সহকারী শিক্ষক মাওতাছিম বিল্লাহ জানান, ‘এমপিওভুক্ত করার কথা বলে ২০১৯ সালে প্রধান শিক্ষক আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন। এরপর আজ অবধি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি তিনি।’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা জানান, ‘বোর্ডে নানা জটিলতার কারণে তাঁদের এমপিওভুক্তি করতে সময় লাগছে। আমার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা।’

এমপিওভুক্ত করা হয়নি ৯ জন শিক্ষককে। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই শিক্ষকেরা। এমপিওর জন্য প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন তাঁরা।
জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়টি। আর ২০১৯ সালের ২৩ অক্টোবর এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়টিতে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা নিজের নাম ও তাঁর মনমতো চারজনসহ মোট পাঁচজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করেন। বাকি ৯ জন শিক্ষক-শিক্ষিকা বিধি অনুয়ায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অজ্ঞাত কারণে তাঁদের নাম এমপিওভুক্ত হয়নি। ফলে দীর্ঘদিন তাঁরা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।
নাম এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মণ জানান, ‘২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে বিনা বেতনে শিক্ষকতা করছি। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলো, তখন ভেবেছিলাম কষ্টের বুঝি অবসান হলো। কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষকের নাম এমপিওভুক্ত করলেও অজানা কারণে আমাদের নাম এমপিওভুক্ত করার ব্যবস্থা করছেন না।’
সহকারী শিক্ষক মাওতাছিম বিল্লাহ জানান, ‘এমপিওভুক্ত করার কথা বলে ২০১৯ সালে প্রধান শিক্ষক আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন। এরপর আজ অবধি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি তিনি।’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তূজা জানান, ‘বোর্ডে নানা জটিলতার কারণে তাঁদের এমপিওভুক্তি করতে সময় লাগছে। আমার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫