নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গতকাল মঙ্গলবার ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব উদ্যাপন করা হয়েছে। এ সময় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কার পেয়েছেন কবি ও কথা সাহিত্যিক শামীম রেজা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কার্টুনিস্ট বিপুল শাহ। পরে সুব্রত রায় টিটুর পরিচালনায় তবলার লহরা, তমা রায়ের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ও শিশুদের মুক্ত চিত্রাঙ্কন কর্মসূচি হয়।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দিয়ে আসছে। শামীম রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের বর্তমান পরিচালক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘পাথরচিত্রে নদীকথা’, ‘নালন্দা, দূর বিশ্বের মেয়ে’, ‘দেশহীন মানুষের দেশ’ উল্লেখযোগ্য। তিনি ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণ নগরে’ কাব্যগ্রন্থের জন্য ২০০৭ সালে সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত ‘কৃত্তিবাস’ পুরস্কার লাভ করেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, নেত্রকোনা সাহিত্য সমাজ প্রতিবছর ফাগুনের প্রথম দিনে এই উৎসব করে আসছে। কিন্তু করোনার কারণে গত বছর অনুষ্ঠান করা হয়নি। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে মো. আলমগীরের পরিচালনায় স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ অনুষ্ঠিত। দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে তিনটায় আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে সমকালীন বাংলা কবিতা: প্রকার-প্রকৃতি-প্রবণতা নিয়ে আলোচনা হয়।
এরপর নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আফজাল রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ‘সাম্প্রতিক কবিতা: বিষয়বস্তুর সন্ধানে’ নিয়ে আলোচনা, মুন রহমানের সভাপতিত্বে বিশ্ব সাহিত্যের উঠানে বাংলা সাহিত্যের অবস্থান: একটি তুলনামূলক পর্যালোচনা হয়।
সন্ধ্যায় উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক গাজী মোবারক হোসেনের সভাপতিত্বে কবি শামীম রেজার কবিতা: ভাষা ও প্রকৃতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধ মো. আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।
আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, কবি আসাদ মান্নান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসীর উদ্দিন খান প্রমুখ।
শেষে সংগীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সাহিত্য উৎসবের সমাপন হয়। ‘বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৫ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

নেত্রকোনায় গতকাল মঙ্গলবার ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব উদ্যাপন করা হয়েছে। এ সময় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কার পেয়েছেন কবি ও কথা সাহিত্যিক শামীম রেজা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কার্টুনিস্ট বিপুল শাহ। পরে সুব্রত রায় টিটুর পরিচালনায় তবলার লহরা, তমা রায়ের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ও শিশুদের মুক্ত চিত্রাঙ্কন কর্মসূচি হয়।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দিয়ে আসছে। শামীম রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের বর্তমান পরিচালক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘পাথরচিত্রে নদীকথা’, ‘নালন্দা, দূর বিশ্বের মেয়ে’, ‘দেশহীন মানুষের দেশ’ উল্লেখযোগ্য। তিনি ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণ নগরে’ কাব্যগ্রন্থের জন্য ২০০৭ সালে সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত ‘কৃত্তিবাস’ পুরস্কার লাভ করেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, নেত্রকোনা সাহিত্য সমাজ প্রতিবছর ফাগুনের প্রথম দিনে এই উৎসব করে আসছে। কিন্তু করোনার কারণে গত বছর অনুষ্ঠান করা হয়নি। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে মো. আলমগীরের পরিচালনায় স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ অনুষ্ঠিত। দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে তিনটায় আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে সমকালীন বাংলা কবিতা: প্রকার-প্রকৃতি-প্রবণতা নিয়ে আলোচনা হয়।
এরপর নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আফজাল রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ‘সাম্প্রতিক কবিতা: বিষয়বস্তুর সন্ধানে’ নিয়ে আলোচনা, মুন রহমানের সভাপতিত্বে বিশ্ব সাহিত্যের উঠানে বাংলা সাহিত্যের অবস্থান: একটি তুলনামূলক পর্যালোচনা হয়।
সন্ধ্যায় উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক গাজী মোবারক হোসেনের সভাপতিত্বে কবি শামীম রেজার কবিতা: ভাষা ও প্রকৃতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধ মো. আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।
আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, কবি আসাদ মান্নান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসীর উদ্দিন খান প্রমুখ।
শেষে সংগীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সাহিত্য উৎসবের সমাপন হয়। ‘বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৫ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫