Ajker Patrika

হালখাতার কার্ড বিতরণ করা হলো না স্বপনের

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৩৭
হালখাতার কার্ড বিতরণ করা হলো না স্বপনের

সাতক্ষীরার কলারোয়ায় হালখাতার কার্ড বিতরণ করতে গিয়ে বাসের ধাক্কায় স্বপন পাল নামে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বপন পালে মেয়ে পাল্গুনি পাল টুম্পা জানান, তাঁর বাবা স্বপন পাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বাইসাইকেল নিয়ে হালখাতার কার্ড বিলি করতে বের হন। সকাল ৮টার দিকে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে একইদিন দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

টুম্পা আরও জানান, তাঁর বাবা কলারোয়া বাজারের মা মনসা চাল ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন। তাই বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তাঁর কোনো পাওনা থাকলে তা স্বেচ্ছায় সহানুভূতির জায়গা থেকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ জানান, তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ছাত্র ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত