খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে খুলনার নতুন জেলা কারাগার-সংলগ্ন আসানখালী প্রধান সড়কে এসব কর্মসূচির আয়োজন করে আসানখালী উন্নয়ন কমিটি। এ রাস্তা দখলে রাখায় ২৯২টি পরিবারের সদস্যরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আসানখালী উন্নয়ন কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁ, ইয়াসিন খন্দকার, মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমন, আব্দুর রব, কামাল শেখ, এমদাদ ডাক্তার আনিসুর রহমান, রূপা বেগম, বিশ্বজিৎ, রাবেয়া খাতুন, সৌদা খাতুনসহ আসানখালী উন্নয়ন কমিটির সদস্যরা।
অবৈধভাবে রাস্তা দখল করার প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয়। এ সময় লিখিত অভিযোগ করেন ২৯২টি পরিবার ও আসানখালী উন্নয়ন কমিটির পক্ষে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখল রাখায় আমরা খুলনার ডুমুরিয়ার চক-আসানখালী মৌজার ২৯২টি পরিবার চরম ভোগান্তিতে রয়েছি। আমাদের চলাচলের রাস্তা সরকারি মৌজা ম্যাপে রাস্তা হিসাবে আরএস ১৩২৮ দাগে রেকর্ড ও আলাদা দাগ কাটা আছে। যা আমরা রাস্তা হিসেবে ব্যবহার করতে চাইলে ইলিয়াস লস্কর ও তার স্ত্রী পারভেজ আক্তার, মেহেরুন্নেছা ও মিজানুর রহমান বাধা দেন ও নানা রকম হুমকি দেন।
এ সময় তিনি বলেন, সরেজমিনে সরকারি সার্ভেয়ার মৌজা ম্যাপ মেপে স্কেস করে দিয়েছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সেটি মেপে স্বাক্ষরও করা হয়। কিন্তু তাদের (জমির মালিকগণ) জমি মাপার সময় বারবার ডাকা সত্ত্বেও তারা হাজির হননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে দেখা করলে তারা রাস্তার জায়গা ছেড়ে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।
তিনি আরও বলেন, ক্ষমতার দাপটে প্রভাবশালীরা রাস্তাটি দখল করে রাখায় আমরা এক হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ রাস্তা ঠিক হওয়া সত্ত্বেও সংযোগটুকু না থাকায় মূল রাস্তায় উঠতে পারছি না। এখানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি দখল করে রাখায় অনেকে নিজের জমিতে ঘর তুলতে পারছে না। এ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি যাতে দখলদারি ব্যক্তিদের অযৌক্তিক ও বেআইনি ক্ষমতা প্রয়োগ হতে ও বন্দী অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁ, ইয়াসিন খন্দকার, মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমনসহ আসানখালী উন্নয়ন কমিটির সদস্যরা।
এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস লস্করের ব্যবহৃত নম্বরে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানান।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, সরকারি ম্যাপে এ রকম জায়গা নেই। এটা লস্কর ও আমাদের জমি। আমরা দুজন রাস্তায় বের হওয়ার জন্য ম্যাপের একটি জায়গা চিহ্নিত করে রেখেছি। ম্যাপে যে রাস্তাটি তারা দেখাচ্ছে তা সরকারি নয়, আমাদের ব্যক্তিগত রাস্তা।

খুলনার ডুমুরিয়ায় সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে খুলনার নতুন জেলা কারাগার-সংলগ্ন আসানখালী প্রধান সড়কে এসব কর্মসূচির আয়োজন করে আসানখালী উন্নয়ন কমিটি। এ রাস্তা দখলে রাখায় ২৯২টি পরিবারের সদস্যরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আসানখালী উন্নয়ন কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁ, ইয়াসিন খন্দকার, মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমন, আব্দুর রব, কামাল শেখ, এমদাদ ডাক্তার আনিসুর রহমান, রূপা বেগম, বিশ্বজিৎ, রাবেয়া খাতুন, সৌদা খাতুনসহ আসানখালী উন্নয়ন কমিটির সদস্যরা।
অবৈধভাবে রাস্তা দখল করার প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয়। এ সময় লিখিত অভিযোগ করেন ২৯২টি পরিবার ও আসানখালী উন্নয়ন কমিটির পক্ষে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখল রাখায় আমরা খুলনার ডুমুরিয়ার চক-আসানখালী মৌজার ২৯২টি পরিবার চরম ভোগান্তিতে রয়েছি। আমাদের চলাচলের রাস্তা সরকারি মৌজা ম্যাপে রাস্তা হিসাবে আরএস ১৩২৮ দাগে রেকর্ড ও আলাদা দাগ কাটা আছে। যা আমরা রাস্তা হিসেবে ব্যবহার করতে চাইলে ইলিয়াস লস্কর ও তার স্ত্রী পারভেজ আক্তার, মেহেরুন্নেছা ও মিজানুর রহমান বাধা দেন ও নানা রকম হুমকি দেন।
এ সময় তিনি বলেন, সরেজমিনে সরকারি সার্ভেয়ার মৌজা ম্যাপ মেপে স্কেস করে দিয়েছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সেটি মেপে স্বাক্ষরও করা হয়। কিন্তু তাদের (জমির মালিকগণ) জমি মাপার সময় বারবার ডাকা সত্ত্বেও তারা হাজির হননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে দেখা করলে তারা রাস্তার জায়গা ছেড়ে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।
তিনি আরও বলেন, ক্ষমতার দাপটে প্রভাবশালীরা রাস্তাটি দখল করে রাখায় আমরা এক হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ রাস্তা ঠিক হওয়া সত্ত্বেও সংযোগটুকু না থাকায় মূল রাস্তায় উঠতে পারছি না। এখানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি দখল করে রাখায় অনেকে নিজের জমিতে ঘর তুলতে পারছে না। এ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি যাতে দখলদারি ব্যক্তিদের অযৌক্তিক ও বেআইনি ক্ষমতা প্রয়োগ হতে ও বন্দী অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁ, ইয়াসিন খন্দকার, মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমনসহ আসানখালী উন্নয়ন কমিটির সদস্যরা।
এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস লস্করের ব্যবহৃত নম্বরে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানান।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, সরকারি ম্যাপে এ রকম জায়গা নেই। এটা লস্কর ও আমাদের জমি। আমরা দুজন রাস্তায় বের হওয়ার জন্য ম্যাপের একটি জায়গা চিহ্নিত করে রেখেছি। ম্যাপে যে রাস্তাটি তারা দেখাচ্ছে তা সরকারি নয়, আমাদের ব্যক্তিগত রাস্তা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫