নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলাপি ঋণ আদায়ে লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংক। আর কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে, চলতি অর্থবছরে (২০২১-২২) জনতা ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৫০ কোটি টাকা। এর বিপরীতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ব্যাংকটি আদায় করেছে ১৮৩ কোটি ৮২ লাখ টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ৪০ দশমিক ৮৫ শতাংশ। আর বিদায়ী অর্থবছরের একই সময়ে জনতা ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ কোটি ৪৬ লাখ টাকা বা ২৩ শতাংশ। ব্যাংকটির চলতি অর্থবছরে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ চলতি অর্থবছরে তুলনামূলক একটু বেশি হলেও তা লক্ষ্যের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।
চলতি অর্থবছরে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৫ কোটি টাকা। বছরের প্রথম ত্রৈমাসিকে আদায়ের পরিমাণ কম হওয়ায় নভেম্বর মাসে নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয়। সংশোধনের পরে ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা। এর বিপরীতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে মাত্র ৩৬ কোটি ৯৪ লাখ টাকা। এই খেলাপি ঋণ আদায়ের হার সংশোধিত লক্ষ্যের তুলনায় ৩৬ দশমিক ৯৪ শতাংশ এবং বার্ষিক লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ দশমিক ৫৫ শতাংশ। আর বিদায়ী ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬১ লাখ টাকা বা ২৩ শতাংশ। তুলনামূলক চিত্রে বিদায়ী অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরে আদায়ের হার একটু বেশি হলেও তা মোট লক্ষ্য পূরণের প্রায় ৭০ শতাংশ কম।
একইভাবে বিডিবিএলের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ১২ কোটি ৭৯ লাখ টাকা বা ৩১ দশমিক ৯৭ শতাংশ। আর ব্যাংকটি তার আগের অর্থবছরের একই সময়ে খেলাপি ঋণ আদায় করেছিল ১৭ কোটি ১০ লাখ টাকা বা ৪২ দশমিক ৭৫ শতাংশ। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বিডিবিএল ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ কমেছে ৪ কোটি ৩১ লাখ টাকা। আর লক্ষ্য অর্জন করতে বাকি প্রায় ৬৮ শতাংশ।
সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা রয়েছে ৪৫০ কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ২৩৬ কোটি টাকা বা ৫২ দশমিক ৪৪ শতাংশ। ব্যাংকটি গত অর্থবছরে খেলাপি ঋণ আদায় করেছিল ২৬৩ কোটি ২২ লাখ টাকা বা ৫৮ শতাংশ। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ও হার দুই-ই কমেছে। কিন্তু ব্যাংকটি প্রথম খেলাপি ঋণ আদায়ের নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রথম ছয় মাসে অর্ধেকের চেয়ে বেশি অর্জন করেছে।
চলতি অর্থবছরে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল ৪০০ কোটি টাকা। বছরের শুরুর দিকে কম আদায় হওয়ায় নভেম্বরে সংশোধন করে নতুন করে কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ২১৯ কোটি টাকা বা ৬০ দশমিক ৮৩ শতাংশ। এটি মূল লক্ষ্যমাত্রার তুলনায় ৫৪ দশমিক ৭৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ১৩১ কোটি টাকা বা ৩৩ শতাংশ। এখানে ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের পরিমাণ এবং হার—দুই ক্ষেত্রেই বেশি।
আর ২০২১-২২ অর্থবছরে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ১৪০ কোটি টাকা। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে তা সংশোধন করে কমিয়ে ঠিক করা হয়েছে ৭০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ৬৪ কোটি ৩৯ লাখ টাকা বা ৯১ দশমিক ৯৬ শতাংশ। এটি মূল লক্ষ্যের তুলনায় ৪৫ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ৩৯ কোটি ৬ লাখ টাকা বা ২৮ শতাংশ।
জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬০৫ কোটি টাকা। কিন্তু করোনাসহ চলমান নেতিবাচক পরিস্থিতি বিবেচনায় গত নভেম্বরে বার্ষিক লক্ষ্যমাত্রা ধরা হয় ১ হাজার ৪৭০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করেছে ৭৫২ কোটি ৯৭ লাখ টাকা।

খেলাপি ঋণ আদায়ে লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংক। আর কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে, চলতি অর্থবছরে (২০২১-২২) জনতা ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৫০ কোটি টাকা। এর বিপরীতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ব্যাংকটি আদায় করেছে ১৮৩ কোটি ৮২ লাখ টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ৪০ দশমিক ৮৫ শতাংশ। আর বিদায়ী অর্থবছরের একই সময়ে জনতা ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ কোটি ৪৬ লাখ টাকা বা ২৩ শতাংশ। ব্যাংকটির চলতি অর্থবছরে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ চলতি অর্থবছরে তুলনামূলক একটু বেশি হলেও তা লক্ষ্যের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।
চলতি অর্থবছরে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৫ কোটি টাকা। বছরের প্রথম ত্রৈমাসিকে আদায়ের পরিমাণ কম হওয়ায় নভেম্বর মাসে নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয়। সংশোধনের পরে ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা। এর বিপরীতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে মাত্র ৩৬ কোটি ৯৪ লাখ টাকা। এই খেলাপি ঋণ আদায়ের হার সংশোধিত লক্ষ্যের তুলনায় ৩৬ দশমিক ৯৪ শতাংশ এবং বার্ষিক লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ দশমিক ৫৫ শতাংশ। আর বিদায়ী ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬১ লাখ টাকা বা ২৩ শতাংশ। তুলনামূলক চিত্রে বিদায়ী অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরে আদায়ের হার একটু বেশি হলেও তা মোট লক্ষ্য পূরণের প্রায় ৭০ শতাংশ কম।
একইভাবে বিডিবিএলের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ১২ কোটি ৭৯ লাখ টাকা বা ৩১ দশমিক ৯৭ শতাংশ। আর ব্যাংকটি তার আগের অর্থবছরের একই সময়ে খেলাপি ঋণ আদায় করেছিল ১৭ কোটি ১০ লাখ টাকা বা ৪২ দশমিক ৭৫ শতাংশ। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বিডিবিএল ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ কমেছে ৪ কোটি ৩১ লাখ টাকা। আর লক্ষ্য অর্জন করতে বাকি প্রায় ৬৮ শতাংশ।
সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা রয়েছে ৪৫০ কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ২৩৬ কোটি টাকা বা ৫২ দশমিক ৪৪ শতাংশ। ব্যাংকটি গত অর্থবছরে খেলাপি ঋণ আদায় করেছিল ২৬৩ কোটি ২২ লাখ টাকা বা ৫৮ শতাংশ। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ও হার দুই-ই কমেছে। কিন্তু ব্যাংকটি প্রথম খেলাপি ঋণ আদায়ের নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রথম ছয় মাসে অর্ধেকের চেয়ে বেশি অর্জন করেছে।
চলতি অর্থবছরে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল ৪০০ কোটি টাকা। বছরের শুরুর দিকে কম আদায় হওয়ায় নভেম্বরে সংশোধন করে নতুন করে কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ২১৯ কোটি টাকা বা ৬০ দশমিক ৮৩ শতাংশ। এটি মূল লক্ষ্যমাত্রার তুলনায় ৫৪ দশমিক ৭৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ১৩১ কোটি টাকা বা ৩৩ শতাংশ। এখানে ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ের পরিমাণ এবং হার—দুই ক্ষেত্রেই বেশি।
আর ২০২১-২২ অর্থবছরে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ১৪০ কোটি টাকা। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে তা সংশোধন করে কমিয়ে ঠিক করা হয়েছে ৭০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ৬৪ কোটি ৩৯ লাখ টাকা বা ৯১ দশমিক ৯৬ শতাংশ। এটি মূল লক্ষ্যের তুলনায় ৪৫ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের পরিমাণ ছিল ৩৯ কোটি ৬ লাখ টাকা বা ২৮ শতাংশ।
জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬০৫ কোটি টাকা। কিন্তু করোনাসহ চলমান নেতিবাচক পরিস্থিতি বিবেচনায় গত নভেম্বরে বার্ষিক লক্ষ্যমাত্রা ধরা হয় ১ হাজার ৪৭০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করেছে ৭৫২ কোটি ৯৭ লাখ টাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫