Ajker Patrika

ফুরফুরে দুই লঙ্কান ‘ট্রাম্প কার্ড’

নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১: ২৫
ফুরফুরে দুই লঙ্কান ‘ট্রাম্প কার্ড’

চোখে চশমা, পরনে শর্টস আর ক্যাজুয়াল শার্ট। গতকাল দুপুরে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দেখা গেল হোটেল হিলটনের বাইরের লনে বসে আছেন ফুরফুরে মেজাজে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখেছেন? হাসারাঙ্গার দ্রুত জবাব, ‘নাহ, দেখিনি।’ ম্যাচ না দেখলেও শারজায় বাংলাদেশের ব্যাটারদের যে রশিদ খান-মুজিব উর রহমান নাচিয়ে ছেড়েছেন, সে খবর অবশ্য তাঁর জানা।

আফগান স্পিনারদের সাফল্য দেখে সাদা বলের ক্রিকেটে সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার হাসারাঙ্গা কি অনুপ্রাণিত হচ্ছেন? হাসারাঙ্গার মুখে হাসি, ‘দেখা যাক…।’ তাহলে বৃহস্পতিবার দুবাইয়ের বাঁচা-মরার ম্যাচে কে ফেবারিট? আবারও হাসলেন হাসারাঙ্গা। ফল যাই হোক, একটা রোমাঞ্চকর ম্যাচের আশা তো করাই যায়? লঙ্কান লেগি এবার বললেন, ‘হ্যাঁ, সেটা আশা করা যায়।’

হাসারাঙ্গা কৌশলী উত্তর দিলেও শ্রীলঙ্কার স্পিন বিভাগের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মহেশ থিকশানা  হোটেলের লবিতে সরাসরি বললেন, ‘আমরাই জিতব।’ জিততে হলে শ্রীলঙ্কা যে হাসারাঙ্গা-মাহেশের দিকে তাকিয়ে থাকবে, সেটি স্পষ্টই বললেন দলটির স্পিন কোচ পিয়াল বিজেতুঙ্গা, ‘তারা আমাদের ট্রাম্প কার্ড। তাদের কাছে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত