
চারজন বাউলের গান নিয়ে নিজেদের নতুন অ্যালবাম সাজিয়েছে ব্যান্ড লালন। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে স্থান পেয়েছে ফকির লালন শাহ, রাধারমণ দত্ত, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের গান। ১৭ অক্টোবর লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ পাবে বাউলস অব বেঙ্গল। সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল লালনের অ্যালবাম ‘সাদা কালো’। গত শুক্রবার ব্যান্ড লালন নামের ইউটিউব চ্যানেলে পেয়েছে বাউলস অব বেঙ্গলের প্রথম গান ‘একটা বদ হাওয়া’।
গত এপ্রিলে ড্রামার থিন হান মং তিতি ব্যান্ড লালন ছেড়ে দিলে থমকে যায় দলের কার্যক্রম। লালনের দলনেতাও ছিলেন তিনি। কয়েক মাস পর ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিতি দলে ফিরলে আবার কাজ শুরু করে ব্যান্ডটি। লালন শাহর একটা বদ হাওয়া দিয়েই নতুন করে কার্যক্রম শুরু হয় লালনের।
একটা বদ হাওয়া ছাড়া ফকির লালন শাহর আরও তিনটি গান রয়েছে বাউলস অব বেঙ্গল অ্যালবামে। অন্য তিনটি গান হলো—‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এ ছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন থিন হান মং তিতি, গেয়েছেন নিগার সুলতানা সুমি।
নতুন অ্যালবাম নিয়ে তিতি বলেন, ‘অ্যালবামটি নিজেদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও আত্মসন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। আমাদের বাউল ইতিহাস ৬০০ বছরের বেশি পুরোনো, এর ওপরই আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে। সেই শিকড়ের কাছে আমরা ফিরতে চেয়েছি।’
লালন ব্যান্ডের লাইনআপে আছেন নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।

চারজন বাউলের গান নিয়ে নিজেদের নতুন অ্যালবাম সাজিয়েছে ব্যান্ড লালন। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে স্থান পেয়েছে ফকির লালন শাহ, রাধারমণ দত্ত, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের গান। ১৭ অক্টোবর লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ পাবে বাউলস অব বেঙ্গল। সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল লালনের অ্যালবাম ‘সাদা কালো’। গত শুক্রবার ব্যান্ড লালন নামের ইউটিউব চ্যানেলে পেয়েছে বাউলস অব বেঙ্গলের প্রথম গান ‘একটা বদ হাওয়া’।
গত এপ্রিলে ড্রামার থিন হান মং তিতি ব্যান্ড লালন ছেড়ে দিলে থমকে যায় দলের কার্যক্রম। লালনের দলনেতাও ছিলেন তিনি। কয়েক মাস পর ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিতি দলে ফিরলে আবার কাজ শুরু করে ব্যান্ডটি। লালন শাহর একটা বদ হাওয়া দিয়েই নতুন করে কার্যক্রম শুরু হয় লালনের।
একটা বদ হাওয়া ছাড়া ফকির লালন শাহর আরও তিনটি গান রয়েছে বাউলস অব বেঙ্গল অ্যালবামে। অন্য তিনটি গান হলো—‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এ ছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন থিন হান মং তিতি, গেয়েছেন নিগার সুলতানা সুমি।
নতুন অ্যালবাম নিয়ে তিতি বলেন, ‘অ্যালবামটি নিজেদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও আত্মসন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। আমাদের বাউল ইতিহাস ৬০০ বছরের বেশি পুরোনো, এর ওপরই আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে। সেই শিকড়ের কাছে আমরা ফিরতে চেয়েছি।’
লালন ব্যান্ডের লাইনআপে আছেন নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫