নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইউপি নির্বাচনের আটজন চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বুধবার দুপুরে উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে লিখিত এই অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আসন্ন ইউপি নির্বাচনে তাঁর অনুসারী প্রার্থীদের কেন্দ্র দখল করে বিজয়ী করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি তাঁর সন্ত্রাসীদের দিয়ে এবং নিজে বিভিন্ন ইউপির বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। মোবাইল ফোনেও অনেককে হুমকি দিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, পৌর মেয়র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তাঁর সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে গাড়িবহরসহ গণসংযোগ করছেন। তিনি সেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাদের মির্জার এসব কর্মকাণ্ড বন্ধসহ তাঁর গাড়িবহরে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
লিখিত অভিযোগ দেওয়া প্রার্থীরা হলেন সিরাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন মামুন, চরপার্বতী ইউপির মাহবুবুর রশীদ মঞ্জু, ৩ নম্বর চরহাজারী ইউপির নুরুজ্জামান স্বপন, চরকাঁকড়া ইউপির হানিফ সবুজ, চরফকিরা ইউপির জায়দল হক কচি, রামপুর ইউপির সিরাজিস সালেকীন রিমন, মুছাপুর ইউপির নজরুল ইসলাম চৌধুরী শাহীন এবং চর এলাহী ইউপির আবদুর রাজ্জাক।
মুছাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘আমি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাকে উপজেলা আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় কাদের মির্জা তাঁর অনুসারী এক আমেরিকা প্রবাসীকে প্রার্থী দিয়েছেন। তিনি সরকারি গাড়ি ও সহযোগী ব্যবহার করে ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখে কাদের মির্জা তাঁর অনুসারী প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আমাদের প্রার্থীরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জাকে ফোন করা হয়। তাঁর সহকারী পরিচয় দিয়ে একজন রিসিভ করে কেন ফোন দেওয়া হয়েছে জানতে চেয়ে তিনি বলেন, ‘মেয়র এখন বিশ্রামে আছেন। পরে ফোন করেন।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত (বিকেল ৫টা) কোনো লিখিত পাইনি। অভিযোগের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইউপি নির্বাচনের আটজন চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বুধবার দুপুরে উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে লিখিত এই অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আসন্ন ইউপি নির্বাচনে তাঁর অনুসারী প্রার্থীদের কেন্দ্র দখল করে বিজয়ী করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি তাঁর সন্ত্রাসীদের দিয়ে এবং নিজে বিভিন্ন ইউপির বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। মোবাইল ফোনেও অনেককে হুমকি দিচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, পৌর মেয়র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তাঁর সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে গাড়িবহরসহ গণসংযোগ করছেন। তিনি সেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাদের মির্জার এসব কর্মকাণ্ড বন্ধসহ তাঁর গাড়িবহরে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
লিখিত অভিযোগ দেওয়া প্রার্থীরা হলেন সিরাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন মামুন, চরপার্বতী ইউপির মাহবুবুর রশীদ মঞ্জু, ৩ নম্বর চরহাজারী ইউপির নুরুজ্জামান স্বপন, চরকাঁকড়া ইউপির হানিফ সবুজ, চরফকিরা ইউপির জায়দল হক কচি, রামপুর ইউপির সিরাজিস সালেকীন রিমন, মুছাপুর ইউপির নজরুল ইসলাম চৌধুরী শাহীন এবং চর এলাহী ইউপির আবদুর রাজ্জাক।
মুছাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘আমি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাকে উপজেলা আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় কাদের মির্জা তাঁর অনুসারী এক আমেরিকা প্রবাসীকে প্রার্থী দিয়েছেন। তিনি সরকারি গাড়ি ও সহযোগী ব্যবহার করে ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখে কাদের মির্জা তাঁর অনুসারী প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আমাদের প্রার্থীরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জাকে ফোন করা হয়। তাঁর সহকারী পরিচয় দিয়ে একজন রিসিভ করে কেন ফোন দেওয়া হয়েছে জানতে চেয়ে তিনি বলেন, ‘মেয়র এখন বিশ্রামে আছেন। পরে ফোন করেন।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত (বিকেল ৫টা) কোনো লিখিত পাইনি। অভিযোগের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫