Ajker Patrika

তিন সপ্তাহে ৩ হাজারের বেশি ডায়রিয়ার রোগী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪: ৩৭
তিন সপ্তাহে ৩ হাজারের বেশি ডায়রিয়ার রোগী

নরসিংদীতে দিন দিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। মার্চের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত জেলার সবক’টি সরকারি হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এপ্রিলের প্রথম তিন দিনে আরও ২১১ জন চিকিৎসা নিয়েছেন।

জেলার প্রধান দুই হাসপাতালে গত রোববার ভর্তি ছিলেন ৩১ জন, এর মধ্যে নতুন ভর্তি ছিলেন ২৪ জন, চিকিৎসা নিয়েছেন ৫৭। এ ছাড়া এই সময়ের মধ্যে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক শিশুসহ তিনজন। একসঙ্গে এত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগকে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অধিকাংশকেই চিকিৎসা দেওয়া হয়েছে ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল তুলনামূলক কম। জেলা হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি ছিল ১৫০ জন। অন্যদিকে সদর হাসপাতালে বারান্দায় রোগীদের রাখতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডায়রিয়ায় মারা যাওয়া তিনজনের মধ্যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। এ ছাড়া পৌরশহরে এক শিশু বাসায় মারা গেছে। তাদের প্রত্যেকেরই প্রচণ্ড পাতলা পায়খানা ও বমি হচ্ছিল। ফলে দ্রুত পানিশূন্যতা তৈরি হয় এবং কিডনি বিকল হয়ে মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী বলেন, ‘মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসতে থাকেন। প্রথমদিকে প্রতিদিন গড়ে চার-পাঁচ জন করে রোগী চিকিৎসা নিতে এলেও ১২ তারিখ থেকে এক ধাক্কায় ৮০-৮৫ জন করে রোগী আসা শুরু হয়। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হন অন্তত ২০-২২ জন। প্রতিদিন এত রোগী ভর্তি আসতে শুরু করলে তৃতীয় সপ্তাহে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যান্য রোগীর পাশাপাশি একদিনেই ডায়রিয়ার রোগী ভর্তি ছিলেন শতাধিক। হাসপাতালের বারান্দায় তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়েছে।’

নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, ‘ডায়রিয়ার এত রোগীকে একসঙ্গে চিকিৎসা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে স্যালাইনসহ পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী আমাদের কাছে রয়েছে। শিশুসহ সব বয়সীদের এখন ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এই সময় ডায়রিয়ার হাত থেকে বাঁচতে বাইরের খোলা খাবার বর্জন করতে হবে এবং অবশ্যই পানি ফুটিয়ে খেতে হবে। সর্বোপরি সচেতন হওয়ার বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত