সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ১৯ নেতা পদত্যাগ করেছেন। গত বুধবার রাতে সরাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তাঁরা এ পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে ৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট এ কে এম শামছুল আলমকে আহ্বায়ক ও হাফেজ মনিরুল ইসলামকে সদস্যসচিব করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
নবগঠিত কমিটির সদস্য জয়নাল আবেদিন বলেন, ‘ত্যাগী নেতাদের এখানে মূল্যায়ন না করার কারণে পদত্যাগ না করে পারলাম না। যাদের কেউ চেনে না এবং সারা বছর জেলা শহরে থাকে তাকে করা হয়েছে প্রধান।’ ইউনিয়নে আরও বহু যোগ্য ও ত্যাগী নেতা আছে। তাদের আহ্বায়ক করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘চুন্টা ইউনিয়নের ১১ জন আহ্বায়ক কমিটিতে থাকতে অনীহা প্রকাশ করেছেন। আমরা নতুন করে ১১ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। কিছু লোক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি ১২ ধরে দলের নেতা-কর্মীদের মামলা-মোকদ্দমা বিনা পয়সায় পরিচালনা করছি। সরাইলের আপামর জনগণ জানে। আমরা এই প্রথম কর্মিসভা করে কমিটি দিচ্ছি।’
চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দলের কর্মী হিসেবে আছি। দলের জন্য জেলও খেটেছি। নির্যাতন জলুম সহ্য করেছি। গত ১৫ বছর চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। অথচ আমাকে এ কমিটির সদস্যও তালিকায় রাখা হয়নি।’
চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য অ্যাডভোকেট জাহের আলী বলেন, ‘এটি স্বজনপ্রীতির কমিটি। নিজেদের পকেটের লোক দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আমরা মানি না।’ চুন্টা ইউনিয়ন বিএনপিকে বাঁচানোর জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
গত বুধবার রাতে পদত্যাগ করা ১৯ কর্মীরা হলেন—অ্যাডভোকেট জাহের আলী, লিয়াকত আলী, মো. জয়নাল আবেদীন, মো. জিন্নত আলী, ডাক্তার সোলাইমান, আব্দুস ছাত্তার, সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য লতিফ মিয়া, ইরন মিয়া, আকবর মিয়া, শাজাহান মিয়া, কাঞ্চন মিয়া, গজনফর মিয়া, আবদুল হাই, আরব আলী, জিয়াউর রহমান, নুর মিয়া, নায়েব আলী ও আলমগীর হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ১৯ নেতা পদত্যাগ করেছেন। গত বুধবার রাতে সরাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তাঁরা এ পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে ৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট এ কে এম শামছুল আলমকে আহ্বায়ক ও হাফেজ মনিরুল ইসলামকে সদস্যসচিব করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
নবগঠিত কমিটির সদস্য জয়নাল আবেদিন বলেন, ‘ত্যাগী নেতাদের এখানে মূল্যায়ন না করার কারণে পদত্যাগ না করে পারলাম না। যাদের কেউ চেনে না এবং সারা বছর জেলা শহরে থাকে তাকে করা হয়েছে প্রধান।’ ইউনিয়নে আরও বহু যোগ্য ও ত্যাগী নেতা আছে। তাদের আহ্বায়ক করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘চুন্টা ইউনিয়নের ১১ জন আহ্বায়ক কমিটিতে থাকতে অনীহা প্রকাশ করেছেন। আমরা নতুন করে ১১ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। কিছু লোক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি ১২ ধরে দলের নেতা-কর্মীদের মামলা-মোকদ্দমা বিনা পয়সায় পরিচালনা করছি। সরাইলের আপামর জনগণ জানে। আমরা এই প্রথম কর্মিসভা করে কমিটি দিচ্ছি।’
চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দলের কর্মী হিসেবে আছি। দলের জন্য জেলও খেটেছি। নির্যাতন জলুম সহ্য করেছি। গত ১৫ বছর চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। অথচ আমাকে এ কমিটির সদস্যও তালিকায় রাখা হয়নি।’
চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য অ্যাডভোকেট জাহের আলী বলেন, ‘এটি স্বজনপ্রীতির কমিটি। নিজেদের পকেটের লোক দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আমরা মানি না।’ চুন্টা ইউনিয়ন বিএনপিকে বাঁচানোর জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
গত বুধবার রাতে পদত্যাগ করা ১৯ কর্মীরা হলেন—অ্যাডভোকেট জাহের আলী, লিয়াকত আলী, মো. জয়নাল আবেদীন, মো. জিন্নত আলী, ডাক্তার সোলাইমান, আব্দুস ছাত্তার, সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য লতিফ মিয়া, ইরন মিয়া, আকবর মিয়া, শাজাহান মিয়া, কাঞ্চন মিয়া, গজনফর মিয়া, আবদুল হাই, আরব আলী, জিয়াউর রহমান, নুর মিয়া, নায়েব আলী ও আলমগীর হোসেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫