
ইউরোপের ক্লাব ফুটবলের দলবদলের শেষ দিন ছিল গত ৩১ আগস্ট। আর্থিক অসংগতির মধ্যেও এবার বেশ কজন বড় নাম দলে ভিড়িয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কি, রাফিনহা, জুলস কুন্দে, ফ্রাঙ্ক কেসি ও আন্দ্রেস ক্রিস্টেনসেনকে ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। এটি করতে কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থ ‘অর্থনৈতিক লিভার’ চালু করতে হয় তাদের। এমনকি ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করে পঞ্চম লিভার চালুরও চিন্তাভাবনা করেছিলেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
নতুন শতকের শুরুতে বার্সার খেলোয়াড় চুক্তিতে খরচ হয়েছিল ৮২.৪০ মিলিয়ন ইউরো। তবে এবার সেই খরচ দ্বিগুণ হয়েছে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে ২০২২-২৩ মৌসুম নিজেদের ঢেলে সাজানো স্প্যানিশ ক্লাবটির খরচ করেছে ১৫৩ মিলিয়ন ইউরো; গত মৌসুমে যে খরচ ছিল ৬৯.৫০ মিলিয়ন ইউরো। এবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে কিনতেই ৫৮ মিলিয়ন ইউরো গেছে বার্সার। এত খরচের পর এবার কি সাফল্যের মুখ দেখবে কাতালান জায়ান্টরা? অবশ্য কোচ জাভির অধীনে ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে। চলতি লা লিগায় ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। জাভির শিষ্যদের চ্যাম্পিয়নস লিগও শুরু হয়েছে দারুণ জয়ে।
তবে অতীতে এর চেয়ে বিশাল অঙ্কের অর্থ ঢেলেও সাফল্য না পাওয়ার রেকর্ডও আছে বার্সার। ফিলিপে কুতিনহো থেকে আঁতোয়া গ্রিজমান, ম্যালকম থেকে মিরালেম পিয়ানিচ—বড় অঙ্কের চুক্তির তালিকায় থাকা তারকারা বলতে গেলে ক্যাম্প ন্যুয়ে ব্যর্থ ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ক্লাব রেকর্ড ১৩৫ মিলিয়ন চুক্তিত কুতিনহোকে কিনেছিল বার্সা। সেবার তাদের খরচ হয় ৩৬৫.১০ মিলিয়ন ইউরো; যা এখন পর্যন্ত বার্সার ট্রান্সফার ইতিহাসে সর্বোচ্চ খরচ। ২০১৯-২০ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮.৫০ মিলিয়ন খরচ করে বার্সা। যেখানে তাদের ১২০ মিলিয়ন ইউরো যায় গ্রিজমানকে কিনতে। কিন্তু বার্সার তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার চুক্তির রেকর্ড গড়েও ফরাসি ফরোয়ার্ড সাফল্য এনে দিতে পারেননি।
গত ২৩ বছরে বার্সা শুধু খেলোয়াড় চুক্তিতে খরচ করেছে ২.৩৮ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩৭ কোটি টাকা)। মাঝে ২০০৫-০৬ মৌসুমে কোনো খরচ করেনি তারা। তবে দ্বিতীয় দশকে খরচের অঙ্কটা বেশির ভাগই থেকেছে ১০০ মিলিয়নের ঘরে। বিপুল খরচের পরও বার্সা সর্বশেষ লিগ শিরোপা জিতেছে ২০১৮-১৯ মৌসুমে আর চ্যাম্পিয়নস লিগ জয় ২০১৪-১৫ মৌসুমে, যখন ক্যাম্প ন্যুয়ে ছিলেন লিওনেল মেসি।

ইউরোপের ক্লাব ফুটবলের দলবদলের শেষ দিন ছিল গত ৩১ আগস্ট। আর্থিক অসংগতির মধ্যেও এবার বেশ কজন বড় নাম দলে ভিড়িয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কি, রাফিনহা, জুলস কুন্দে, ফ্রাঙ্ক কেসি ও আন্দ্রেস ক্রিস্টেনসেনকে ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। এটি করতে কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থ ‘অর্থনৈতিক লিভার’ চালু করতে হয় তাদের। এমনকি ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করে পঞ্চম লিভার চালুরও চিন্তাভাবনা করেছিলেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
নতুন শতকের শুরুতে বার্সার খেলোয়াড় চুক্তিতে খরচ হয়েছিল ৮২.৪০ মিলিয়ন ইউরো। তবে এবার সেই খরচ দ্বিগুণ হয়েছে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে ২০২২-২৩ মৌসুম নিজেদের ঢেলে সাজানো স্প্যানিশ ক্লাবটির খরচ করেছে ১৫৩ মিলিয়ন ইউরো; গত মৌসুমে যে খরচ ছিল ৬৯.৫০ মিলিয়ন ইউরো। এবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে কিনতেই ৫৮ মিলিয়ন ইউরো গেছে বার্সার। এত খরচের পর এবার কি সাফল্যের মুখ দেখবে কাতালান জায়ান্টরা? অবশ্য কোচ জাভির অধীনে ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে। চলতি লা লিগায় ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। জাভির শিষ্যদের চ্যাম্পিয়নস লিগও শুরু হয়েছে দারুণ জয়ে।
তবে অতীতে এর চেয়ে বিশাল অঙ্কের অর্থ ঢেলেও সাফল্য না পাওয়ার রেকর্ডও আছে বার্সার। ফিলিপে কুতিনহো থেকে আঁতোয়া গ্রিজমান, ম্যালকম থেকে মিরালেম পিয়ানিচ—বড় অঙ্কের চুক্তির তালিকায় থাকা তারকারা বলতে গেলে ক্যাম্প ন্যুয়ে ব্যর্থ ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ক্লাব রেকর্ড ১৩৫ মিলিয়ন চুক্তিত কুতিনহোকে কিনেছিল বার্সা। সেবার তাদের খরচ হয় ৩৬৫.১০ মিলিয়ন ইউরো; যা এখন পর্যন্ত বার্সার ট্রান্সফার ইতিহাসে সর্বোচ্চ খরচ। ২০১৯-২০ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮.৫০ মিলিয়ন খরচ করে বার্সা। যেখানে তাদের ১২০ মিলিয়ন ইউরো যায় গ্রিজমানকে কিনতে। কিন্তু বার্সার তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার চুক্তির রেকর্ড গড়েও ফরাসি ফরোয়ার্ড সাফল্য এনে দিতে পারেননি।
গত ২৩ বছরে বার্সা শুধু খেলোয়াড় চুক্তিতে খরচ করেছে ২.৩৮ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩৭ কোটি টাকা)। মাঝে ২০০৫-০৬ মৌসুমে কোনো খরচ করেনি তারা। তবে দ্বিতীয় দশকে খরচের অঙ্কটা বেশির ভাগই থেকেছে ১০০ মিলিয়নের ঘরে। বিপুল খরচের পরও বার্সা সর্বশেষ লিগ শিরোপা জিতেছে ২০১৮-১৯ মৌসুমে আর চ্যাম্পিয়নস লিগ জয় ২০১৪-১৫ মৌসুমে, যখন ক্যাম্প ন্যুয়ে ছিলেন লিওনেল মেসি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫