
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা গতকাল বুধবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। আর গতকালই রাশিয়ার ইউক্রেন সীমান্তের একটি অংশ থেকে কিছু সেনা প্রত্যাহারের একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে পূর্ব ইউরোপে যুদ্ধ যুদ্ধ খেলা আপাতত থামলেও এখনো যুদ্ধের শঙ্কা দেখছে যুক্তরাষ্ট্র।
রয়টার্স জানায়, প্রকাশিত ভিডিওতে (মঙ্গলবার) রাতের আঁধারে এক সারি ট্যাংক ও অনেকগুলো সামরিক গাড়ি ক্রাইমিয়া ছেড়ে যেতে দেখা গেছে। প্রত্যাহার করা সামরিক সরঞ্জামে স্বয়ংক্রিয় কামানও রয়েছে।
গত মঙ্গলবারই সেনা প্রত্যাহার শুরু ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু এর প্রমাণ দাবি করে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। গতকাল প্রমাণ হিসেবে ওই ভিডিও প্রকাশের পরও সংশয় কাটেনি তাদের।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখনো যুদ্ধের শঙ্কা রয়ে গেছে। আর সেনা প্রত্যাহার নিয়ে এখনই নিজেরা নিশ্চিত হতে পারছেন না বলে মন্তব্য করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তদুপরি ইউক্রেন সীমান্তে রাশিয়ার উল্টো সেনা মোতায়েনের অভিযোগ করেছেন তিনি।
দ্বিতীয় দিনের মতো গতকালও ইউক্রেনে ব্যাপক সাইবার আক্রমণ হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এতে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি দিয়েছে রাশিয়া।
সোমবার ইউক্রেন সফর শেষে মঙ্গলবার রাশিয়া পৌঁছান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার শলৎজকে পাশে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের ন্যাটো যোগদানের পরিকল্পনা আপাতত পরিত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পরই ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। আর মঙ্গলবার শলৎজের উপস্থিতিতে যুদ্ধ চান না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত কিয়েভকে ন্যাটোর সদস্যভুক্ত না করতে পশ্চিমাদের চাপ দিতে গত নভেম্বর থেকে ইউক্রেনের তিন দিকে লক্ষাধিক সেনা সমাবেশ করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শঙ্কা, যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।
সিরিয়া রুশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার নিয়ন্ত্রিত পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের আসন্ন সামরিক মহড়াসহ চলমান বিভিন্ন সংকট নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরায় প্রতিবেদনে। মহড়া উপলক্ষে সিরিয়ায় অবস্থিত নিজেদের খামাইমিন বিমানঘাঁটিতে ‘মিগ-৩১ কে’ যুদ্ধবিমানসহ হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার তুপুলেভ টু-২২-এ বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সাল থেকে আসাদকে সহায়তা দেওয়া শুরু করে মস্কো।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা গতকাল বুধবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। আর গতকালই রাশিয়ার ইউক্রেন সীমান্তের একটি অংশ থেকে কিছু সেনা প্রত্যাহারের একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে পূর্ব ইউরোপে যুদ্ধ যুদ্ধ খেলা আপাতত থামলেও এখনো যুদ্ধের শঙ্কা দেখছে যুক্তরাষ্ট্র।
রয়টার্স জানায়, প্রকাশিত ভিডিওতে (মঙ্গলবার) রাতের আঁধারে এক সারি ট্যাংক ও অনেকগুলো সামরিক গাড়ি ক্রাইমিয়া ছেড়ে যেতে দেখা গেছে। প্রত্যাহার করা সামরিক সরঞ্জামে স্বয়ংক্রিয় কামানও রয়েছে।
গত মঙ্গলবারই সেনা প্রত্যাহার শুরু ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু এর প্রমাণ দাবি করে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। গতকাল প্রমাণ হিসেবে ওই ভিডিও প্রকাশের পরও সংশয় কাটেনি তাদের।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখনো যুদ্ধের শঙ্কা রয়ে গেছে। আর সেনা প্রত্যাহার নিয়ে এখনই নিজেরা নিশ্চিত হতে পারছেন না বলে মন্তব্য করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তদুপরি ইউক্রেন সীমান্তে রাশিয়ার উল্টো সেনা মোতায়েনের অভিযোগ করেছেন তিনি।
দ্বিতীয় দিনের মতো গতকালও ইউক্রেনে ব্যাপক সাইবার আক্রমণ হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এতে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি দিয়েছে রাশিয়া।
সোমবার ইউক্রেন সফর শেষে মঙ্গলবার রাশিয়া পৌঁছান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার শলৎজকে পাশে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের ন্যাটো যোগদানের পরিকল্পনা আপাতত পরিত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পরই ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। আর মঙ্গলবার শলৎজের উপস্থিতিতে যুদ্ধ চান না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত কিয়েভকে ন্যাটোর সদস্যভুক্ত না করতে পশ্চিমাদের চাপ দিতে গত নভেম্বর থেকে ইউক্রেনের তিন দিকে লক্ষাধিক সেনা সমাবেশ করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শঙ্কা, যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।
সিরিয়া রুশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার নিয়ন্ত্রিত পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের আসন্ন সামরিক মহড়াসহ চলমান বিভিন্ন সংকট নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরায় প্রতিবেদনে। মহড়া উপলক্ষে সিরিয়ায় অবস্থিত নিজেদের খামাইমিন বিমানঘাঁটিতে ‘মিগ-৩১ কে’ যুদ্ধবিমানসহ হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার তুপুলেভ টু-২২-এ বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সাল থেকে আসাদকে সহায়তা দেওয়া শুরু করে মস্কো।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫