নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানিনির্ভর দেশ হওয়ায় বাণিজ্য ঘাটতি যেন পিছু ছাড়ছে না। আর ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ায় ডলারের দাম বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে) ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৩ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার। এদিকে ডিসেম্বর শেষে সেবা খাতে দেশ আয় করেছে ৪৫৫ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৬৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। এখানে বাণিজ্য ঘাটতি থাকা স্বাভাবিক। আর ডলারের দাম বাড়ায় বাণিজ্য ঘাটতিতে উল্লম্ফন হয়েছে। এভাবে হঠাৎ করে বেড়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এতে আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়, তবে নেতিবাচক হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আমদানি পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সামনের মাসগুলোতে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়।’

আমদানিনির্ভর দেশ হওয়ায় বাণিজ্য ঘাটতি যেন পিছু ছাড়ছে না। আর ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ায় ডলারের দাম বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে) ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৩ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার। এদিকে ডিসেম্বর শেষে সেবা খাতে দেশ আয় করেছে ৪৫৫ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৬৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। এখানে বাণিজ্য ঘাটতি থাকা স্বাভাবিক। আর ডলারের দাম বাড়ায় বাণিজ্য ঘাটতিতে উল্লম্ফন হয়েছে। এভাবে হঠাৎ করে বেড়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এতে আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়, তবে নেতিবাচক হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আমদানি পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সামনের মাসগুলোতে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫