আব্দুল আউয়াল, বানারীপাড়া

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ত্রিমুখী কদমবাড়ী গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল সফল এক সবজিচাষি। ৩০ বছর ধরে সবজি চাষ করছেন তিনি। এই শীতে তাঁর জমি হাসছে হরেক জাতের সবজিতে।
সরেজমিন জানা যায়, এক একর জমিতে সবজি চাষ করেছেন কৃষক নারায়ণ চন্দ্র মণ্ডল। তাঁর চাষ করা শীতকালীন সবজির মধ্যে আছে শালগম, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গোলমরিচ, কাঁচা মরিচ, মিষ্টি আলু, শিম, টমেটো, মুলা প্রভৃতি। এ ছাড়া চাষ করেছেন পালংশাক, কুমড়াশাক, লাউশাকসহ হরেক ধরনের শাক।
নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, ৩০ বছরের বেশি সময় ধরে নানা জাতের সবজি চাষ করছেন। তাঁর আয়ের প্রধান উৎস সবজির চাষাবাদ। এ ছাড়াও ধান চাষ করেন। এ বছর শুধু শালগম বিক্রি করে আয় করেছেন ১ লাখ টাকার বেশি। শালগমের পাশাপাশি অন্যান্য সবজি বিক্রি করেছেন প্রায় ২ লাখ টাকার। মিশ্র চাষ মানে একটা সবজির সঙ্গে অন্য সবজি একই জমিতে চাষ করেও সফল হয়েছেন তিনি।
নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে অধিকাংশ লোকই সবজির আবাদ করেন। আমি ছাড়াও অন্যান্য চাষিরা কৃষি ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি কার্যালয় থেকে বেশি করে বীজ ও সার দেওয়া হলে ভালো হতো।’
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শান্ত বলেন, ‘এবারের শীতে আমি প্রত্যেক ওয়ার্ডে ঘুরে দেখেছি শীতকালীন সবজি চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।’
বানারীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়ন কৃষিক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। যাতায়াত সমস্যার কারণে সব জায়গায় যাওয়া কঠিন। তারপরও নৌকার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করি।’

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ত্রিমুখী কদমবাড়ী গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল সফল এক সবজিচাষি। ৩০ বছর ধরে সবজি চাষ করছেন তিনি। এই শীতে তাঁর জমি হাসছে হরেক জাতের সবজিতে।
সরেজমিন জানা যায়, এক একর জমিতে সবজি চাষ করেছেন কৃষক নারায়ণ চন্দ্র মণ্ডল। তাঁর চাষ করা শীতকালীন সবজির মধ্যে আছে শালগম, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গোলমরিচ, কাঁচা মরিচ, মিষ্টি আলু, শিম, টমেটো, মুলা প্রভৃতি। এ ছাড়া চাষ করেছেন পালংশাক, কুমড়াশাক, লাউশাকসহ হরেক ধরনের শাক।
নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, ৩০ বছরের বেশি সময় ধরে নানা জাতের সবজি চাষ করছেন। তাঁর আয়ের প্রধান উৎস সবজির চাষাবাদ। এ ছাড়াও ধান চাষ করেন। এ বছর শুধু শালগম বিক্রি করে আয় করেছেন ১ লাখ টাকার বেশি। শালগমের পাশাপাশি অন্যান্য সবজি বিক্রি করেছেন প্রায় ২ লাখ টাকার। মিশ্র চাষ মানে একটা সবজির সঙ্গে অন্য সবজি একই জমিতে চাষ করেও সফল হয়েছেন তিনি।
নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে অধিকাংশ লোকই সবজির আবাদ করেন। আমি ছাড়াও অন্যান্য চাষিরা কৃষি ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি কার্যালয় থেকে বেশি করে বীজ ও সার দেওয়া হলে ভালো হতো।’
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শান্ত বলেন, ‘এবারের শীতে আমি প্রত্যেক ওয়ার্ডে ঘুরে দেখেছি শীতকালীন সবজি চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।’
বানারীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়ন কৃষিক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। যাতায়াত সমস্যার কারণে সব জায়গায় যাওয়া কঠিন। তারপরও নৌকার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫