আফতাব আহমেদ

প্রতিদিনই জেতার আশা নিয়ে খেলা দেখতে বসি, আর খেলা শেষে হতাশ হয়ে টিভি বন্ধ করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আমাদের বাঁচা-মরার লড়াই। সেখানেই কিনা আমরা জিততে জিততে ম্যাচটা হেরে গেলাম।
বাংলাদেশ ম্যাচটা হারল কোথায় সেটি বের করতে বড় বিশ্লেষক না হলেও চলবে। সাফ কথা, আমরা হেরেছি বাজে ফিল্ডিংয়ে। ফিল্ডিংটা এমন কেন হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। এখন যিনি ফিল্ডিং কোচ আছেন তিনি দলের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। এরপরও ফিল্ডিংয়ের কোনো উন্নতি হচ্ছে না? ক্রিকেটাররা কি আলাদা করে ফিল্ডিং অনুশীলন করেন না, না কোচ অনুশীলন করান না? বুঝে উঠতে পারছি না। এমন গরিবি ফিল্ডিং দিয়ে বিশ্বকাপে ম্যাচ জেতা খুবই কঠিন। পাপুয়া নিউগিনি পর্যন্ত ফিল্ডিংয়ে ছেড়ে কথা বলেনি। ক্যাচ মিস মানে ম্যাচ মিস–স্টিভ ওয়াহ অনেক দিন আগেই বলে গিয়েছেন। আমাদের ম্যাচটাও মিস হয়ে গেছে ক্যাচ ড্রপেই।
বিশ্বকাপে সবার আগে আমরাই গিয়েছিলাম। ওমানে ক্যাম্প করেই কিন্তু বিশ্বকাপের মঞ্চে নেমেছিল বাংলাদেশ। এখন সবার আগে সুপার টুয়েলভ থেকে বিদায় নিলাম। সব মিলিয়ে বাংলাদেশের খেলায় আমি পরিকল্পনাহীনতার ছাপ দেখতে পাচ্ছি। সাকিব আল হাসান প্রথমবারের মতো ওপেনিং করল। ওপেনিং জুটি জমছিল না, তাই হয়তো সাকিবকে দিয়ে চেষ্টা করা হলো। কিন্তু আমার কথা হলো পরিবর্তন আনলে বেসিকের মধ্যে থেকেই সবকিছু করতে হবে। সবকিছু মিলিয়ে পরিকল্পনায় একটি বিশাল সমস্যা দেখছি।
মুশফিকুর রহিমকে এভাবে আউট হতে দেখে আরেক দফা হতাশ হলাম। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারের হাতে যদি শট না থাকত তাহলে বলতাম, উদ্ভাবনী শটে রান বের করার চেষ্টা করছে। ওর হাতে সব ধরনের শটই আছে। আর সেট হলে বড় বড় ছক্কাও মারতে পারে। সেই মুশফিক কেন এভাবে আউট হবে? ওর আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটা উচিত।
মোস্তাফিজুর রহমান আইপিএলে দুর্দান্ত করলেও বিশ্বকাপে কিছুই পারছে না। গতকালও শেষ ওভারে তিনটা ছয় দিল। সে এত রান না দিলে কিন্তু আমরা জিততে পারতাম। কেননা এই উইকেটে ১৪০ও ভালো স্কোর। যেহেতু উইকেট একটু মন্থর ছিল।
এখন আমি বলব আমাদের বড় বড় আসরগুলো নিয়ে ভাবার সময় চলে এসেছে। আমরা দেশের মাটিতে ভালো খেলব, জিতব—তা ঠিক আছে। কিন্তু ১২০–১৩০ রান তাড়া করার যে মন-মানসিকতা, তা থেকে তো বেরিয়ে আসতে তো পারছে না। গতকাল ১৪৩ রানও তাড়া করতে পারল না। কারণ আমরা আরও কম রানা তাড়া করতে অভ্যস্ত। আমাদের এমন পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। যে দলই আসুক না কেন ভালো উইকেটে খেলার চ্যালেঞ্জটা নিতে হবে। আমি দুবাই গিয়ে আমার মতো উইকেট পেলাম না, ইংল্যান্ড–অস্ট্রেলিয়াতে গিয়েও আমাদের মতো উইকেট পাব না। বিশ্ব আসরগুলো বিভিন্ন দেশে হবে, সেই চ্যালেঞ্জ নিতে আমাদের তৈরি হওয়ার এখনই সময়।
আর আন্তর্জাতিক মানের ক্রিকেটার বের করার দিকেও মনোযোগ দিতে হবে। সিনিয়রদের শেষের শুরু হয়ে গেছে। তরুণদের তৈরি করার পথটা শুরু করতে হবে এখন থেকেই।

প্রতিদিনই জেতার আশা নিয়ে খেলা দেখতে বসি, আর খেলা শেষে হতাশ হয়ে টিভি বন্ধ করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আমাদের বাঁচা-মরার লড়াই। সেখানেই কিনা আমরা জিততে জিততে ম্যাচটা হেরে গেলাম।
বাংলাদেশ ম্যাচটা হারল কোথায় সেটি বের করতে বড় বিশ্লেষক না হলেও চলবে। সাফ কথা, আমরা হেরেছি বাজে ফিল্ডিংয়ে। ফিল্ডিংটা এমন কেন হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। এখন যিনি ফিল্ডিং কোচ আছেন তিনি দলের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। এরপরও ফিল্ডিংয়ের কোনো উন্নতি হচ্ছে না? ক্রিকেটাররা কি আলাদা করে ফিল্ডিং অনুশীলন করেন না, না কোচ অনুশীলন করান না? বুঝে উঠতে পারছি না। এমন গরিবি ফিল্ডিং দিয়ে বিশ্বকাপে ম্যাচ জেতা খুবই কঠিন। পাপুয়া নিউগিনি পর্যন্ত ফিল্ডিংয়ে ছেড়ে কথা বলেনি। ক্যাচ মিস মানে ম্যাচ মিস–স্টিভ ওয়াহ অনেক দিন আগেই বলে গিয়েছেন। আমাদের ম্যাচটাও মিস হয়ে গেছে ক্যাচ ড্রপেই।
বিশ্বকাপে সবার আগে আমরাই গিয়েছিলাম। ওমানে ক্যাম্প করেই কিন্তু বিশ্বকাপের মঞ্চে নেমেছিল বাংলাদেশ। এখন সবার আগে সুপার টুয়েলভ থেকে বিদায় নিলাম। সব মিলিয়ে বাংলাদেশের খেলায় আমি পরিকল্পনাহীনতার ছাপ দেখতে পাচ্ছি। সাকিব আল হাসান প্রথমবারের মতো ওপেনিং করল। ওপেনিং জুটি জমছিল না, তাই হয়তো সাকিবকে দিয়ে চেষ্টা করা হলো। কিন্তু আমার কথা হলো পরিবর্তন আনলে বেসিকের মধ্যে থেকেই সবকিছু করতে হবে। সবকিছু মিলিয়ে পরিকল্পনায় একটি বিশাল সমস্যা দেখছি।
মুশফিকুর রহিমকে এভাবে আউট হতে দেখে আরেক দফা হতাশ হলাম। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারের হাতে যদি শট না থাকত তাহলে বলতাম, উদ্ভাবনী শটে রান বের করার চেষ্টা করছে। ওর হাতে সব ধরনের শটই আছে। আর সেট হলে বড় বড় ছক্কাও মারতে পারে। সেই মুশফিক কেন এভাবে আউট হবে? ওর আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটা উচিত।
মোস্তাফিজুর রহমান আইপিএলে দুর্দান্ত করলেও বিশ্বকাপে কিছুই পারছে না। গতকালও শেষ ওভারে তিনটা ছয় দিল। সে এত রান না দিলে কিন্তু আমরা জিততে পারতাম। কেননা এই উইকেটে ১৪০ও ভালো স্কোর। যেহেতু উইকেট একটু মন্থর ছিল।
এখন আমি বলব আমাদের বড় বড় আসরগুলো নিয়ে ভাবার সময় চলে এসেছে। আমরা দেশের মাটিতে ভালো খেলব, জিতব—তা ঠিক আছে। কিন্তু ১২০–১৩০ রান তাড়া করার যে মন-মানসিকতা, তা থেকে তো বেরিয়ে আসতে তো পারছে না। গতকাল ১৪৩ রানও তাড়া করতে পারল না। কারণ আমরা আরও কম রানা তাড়া করতে অভ্যস্ত। আমাদের এমন পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। যে দলই আসুক না কেন ভালো উইকেটে খেলার চ্যালেঞ্জটা নিতে হবে। আমি দুবাই গিয়ে আমার মতো উইকেট পেলাম না, ইংল্যান্ড–অস্ট্রেলিয়াতে গিয়েও আমাদের মতো উইকেট পাব না। বিশ্ব আসরগুলো বিভিন্ন দেশে হবে, সেই চ্যালেঞ্জ নিতে আমাদের তৈরি হওয়ার এখনই সময়।
আর আন্তর্জাতিক মানের ক্রিকেটার বের করার দিকেও মনোযোগ দিতে হবে। সিনিয়রদের শেষের শুরু হয়ে গেছে। তরুণদের তৈরি করার পথটা শুরু করতে হবে এখন থেকেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫