গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়ায় ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মধ্যে। তবে এবার বরাদ্দ কম থাকায় বঞ্চিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ কার্ড না থাকার পরও বিতরণের জায়গায় ভিড় করেছেন।
গতকাল রোববার কোলকোন্দ ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচি চলে। প্রতিটি কার্ডের বিপরীতে দেওয়া হয় ১০ কেজি করে চাল।
সেখানে কথা হয় কুড়িবিশ্বা বাঁধের পাড় এলাকার মোমেনা বেওয়ার সঙ্গে। দুপুরের তপ্ত রোদে ৭০ বছর বয়সী এই বৃদ্ধা ছিলেন ঘামে ভেজা। কিন্তু স্লিপ দেখিয়ে পাওয়া চালের বস্তার ওপর বসে তিনি হাসছিলেন স্বস্তির হাসি।
মোমেনা বলেন, ‘কাইল চেয়ারম্যান রাইতোত মোর বাড়িত যায়া একখান চাউলের স্লিপ দিয়া আসছে, তারে না চাউল পানুং। রমজান মাস খাইতে যা কষ্ট হইছে! যাক এই চাউল দিয়া কোনোরকমে এখান মাস চলে যাবে। দোয়া করং চেয়ারম্যানোক এই দিনে মোক চাউলের স্লিপখান দেওয়ার জন্য।’
তবে মোমেনার মতো সব দরিদ্র মানুষের চাল সহায়তা পাওয়ার ভাগ্য হয়নি। গতকাল বিতরণকালে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মাঠে অনেকে স্লিপ না পেয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে কথা হয় কোলকোন্দ ভাই ভাই মোড় থেকে আসা আদরী বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘হামার ওদিকের মেম্বার হামাক চাউলের স্লিপ দেয়ে নাই। হামারা কি পাওয়ার যোগ্য নয়?’
আদরী সঙ্গে তাল মিলিয়ে আরও কয়েকজন নারী জানান, তাঁরা যোগ্য হলেও কেউ ভিজিএফের কার্ড পাননি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘আমার কোলকোন্দ ইউনিয়নে হতদরিদ্র লোকের সংখ্যা ৬ হাজার ৫০০। আমি পেয়েছি ৪ হাজার ৩৯৯টি কার্ড। এ লোকদের দেওয়ার পরও এখনো ইউনিয়নে বঞ্চিত রয়েছে ২ হাজার ১০১টি হতদরিদ্র পরিবার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন থাকল, আগামীতে এ ধরনের বরাদ্দ যেন এই ইউনিয়নে বাড়িয়ে দেয়। আমার ইউনিয়নটির অর্ধেকেরও বেশি এলাকা নদীভাঙন কবলিত।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, গঙ্গাচড়ায় এ বছর ৪২ হাজার ৯৩৮টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। গত বছর এই পরিবারের সংখ্যা ছিল ৫০ হাজার ৫৫৮টি। ঈদ সামনে রেখে বিতরণের জন্য উপজেলায় ৪২৯ দশমিক ৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আগের বছরের তুলনায় এ বরাদ্দ কম। যার ফলে ৭ হাজার ৭২০টি পরিবার ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

গঙ্গাচড়ায় ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মধ্যে। তবে এবার বরাদ্দ কম থাকায় বঞ্চিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ কার্ড না থাকার পরও বিতরণের জায়গায় ভিড় করেছেন।
গতকাল রোববার কোলকোন্দ ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচি চলে। প্রতিটি কার্ডের বিপরীতে দেওয়া হয় ১০ কেজি করে চাল।
সেখানে কথা হয় কুড়িবিশ্বা বাঁধের পাড় এলাকার মোমেনা বেওয়ার সঙ্গে। দুপুরের তপ্ত রোদে ৭০ বছর বয়সী এই বৃদ্ধা ছিলেন ঘামে ভেজা। কিন্তু স্লিপ দেখিয়ে পাওয়া চালের বস্তার ওপর বসে তিনি হাসছিলেন স্বস্তির হাসি।
মোমেনা বলেন, ‘কাইল চেয়ারম্যান রাইতোত মোর বাড়িত যায়া একখান চাউলের স্লিপ দিয়া আসছে, তারে না চাউল পানুং। রমজান মাস খাইতে যা কষ্ট হইছে! যাক এই চাউল দিয়া কোনোরকমে এখান মাস চলে যাবে। দোয়া করং চেয়ারম্যানোক এই দিনে মোক চাউলের স্লিপখান দেওয়ার জন্য।’
তবে মোমেনার মতো সব দরিদ্র মানুষের চাল সহায়তা পাওয়ার ভাগ্য হয়নি। গতকাল বিতরণকালে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মাঠে অনেকে স্লিপ না পেয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে কথা হয় কোলকোন্দ ভাই ভাই মোড় থেকে আসা আদরী বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘হামার ওদিকের মেম্বার হামাক চাউলের স্লিপ দেয়ে নাই। হামারা কি পাওয়ার যোগ্য নয়?’
আদরী সঙ্গে তাল মিলিয়ে আরও কয়েকজন নারী জানান, তাঁরা যোগ্য হলেও কেউ ভিজিএফের কার্ড পাননি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘আমার কোলকোন্দ ইউনিয়নে হতদরিদ্র লোকের সংখ্যা ৬ হাজার ৫০০। আমি পেয়েছি ৪ হাজার ৩৯৯টি কার্ড। এ লোকদের দেওয়ার পরও এখনো ইউনিয়নে বঞ্চিত রয়েছে ২ হাজার ১০১টি হতদরিদ্র পরিবার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন থাকল, আগামীতে এ ধরনের বরাদ্দ যেন এই ইউনিয়নে বাড়িয়ে দেয়। আমার ইউনিয়নটির অর্ধেকেরও বেশি এলাকা নদীভাঙন কবলিত।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, গঙ্গাচড়ায় এ বছর ৪২ হাজার ৯৩৮টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। গত বছর এই পরিবারের সংখ্যা ছিল ৫০ হাজার ৫৫৮টি। ঈদ সামনে রেখে বিতরণের জন্য উপজেলায় ৪২৯ দশমিক ৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আগের বছরের তুলনায় এ বরাদ্দ কম। যার ফলে ৭ হাজার ৭২০টি পরিবার ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫