নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপর্যয়ের শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। ভরাডুবির ধারাবাহিকতা থাকল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। বাবর আজমদের বিপক্ষে দুই সংস্করণের সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলা মিরপুর টেস্ট মুমিনুল হকরা যেভাবে হেরেছেন, দলকে ঘিরে ধরা অন্ধকার তাতে আরও গাঢ় করেছে।
পাকিস্তানের বিপক্ষে নিঃশর্ত আত্মসমর্পণের তিক্ত অভিজ্ঞতা নিয়েই আজ স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে পা রাখার কথা বাংলাদেশের। ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তো বটেই, বড় অস্বস্তিতে সময় কাটছে নির্বাচক প্যানেলেরও। নির্বাচকদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দল নির্বাচনের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে তাঁকেই।
গতকাল মিনহাজুল কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। তাঁকে নিয়ে চলা সমালোচনার উত্তর দিয়েছেন, ‘দল যখন জিততে পারে না, তখন সমালোচনা হয়। জিতলে সমালোচনা হয় না।’ গতকাল নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটা পর্যায়ে নান্নু স্বীকার করলেন সাম্প্রতিক ব্যর্থতার কথা, ‘পুরো সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। বিশ্বকাপ থেকেই ভালো হচ্ছে না। হতাশাজনক হারের কারণে খেলোয়াড়েরা মানসিকভাবে বিপর্যস্ত। এখন ওদের সমর্থন দরকার। বিশ্বকাপের আগ পর্যন্ত এই দলটা আমাদের ভালো কিছু উপহার দিয়েছে।’
বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচনপ্রক্রিয়া ও স্বাধীনতা নিয়ে নান্নুর ব্যাখ্যা, ‘অবশ্যই (স্বাধীনভাবে কাজ করা)। টিম ম্যানেজমেন্ট তো খেলা দেখে না। কোচরা তো সেভাবে খেলোয়াড় চেনে না। আমরা সবকিছু দেখে, খেলা দেখে খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি। দল নির্বাচনে দুটি স্তর আছে। একটা আমরা হেড কোচের সঙ্গে মিটিং করি। তারপর অধিনায়কের সঙ্গে। এরপর আমরা দল তৈরি করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানকে দিই। এখান থেকে সভাপতির কাছে যায় অনুমোদনের জন্য। যেহেতু তিনি (নাজমুল হাসান পাপন) বোর্ড সভাপতি, তিনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে কেমন দল হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, একাদশ নির্বাচক প্যানেল ঠিক করে না।
টানা নয় হারে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তলানিতে। এমন বিপর্যস্ত দল নিয়েই আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন মুমিনুলরা। এমন কঠিন বাস্তবতার পরও স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচক, ‘ক্রিকেটে উত্থান-পতন আছে। কিন্তু ধারাবাহিকভাবে এটা চলা অবশ্যই হতাশার। আশা করছি আমাদের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আশা করছি দুই বছরের মধ্যে টেস্টে একটা ভালো দল হবে আমাদের।’
৩১ ডিসেম্বর শেষ হচ্ছে নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশারের মেয়াদ। প্রধান নির্বাচক হিসেবে অর্ধযুগ কাটিয়ে দেওয়া নান্নু নিজের মেয়াদ বিশ্লেষণ করেছেন এভাবে, ‘যতটুকু কাজ করেছি, যথেষ্ট চেষ্টা করেছি ভালো কিছু করতে। কিছু সিরিজ আমরা ভালোভাবেই জিতেছি। ওয়ানডেতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। টেস্ট ক্রিকেটে আমরা এখনো ওই জায়গায় আসতে পারিনি।’

বিপর্যয়ের শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। ভরাডুবির ধারাবাহিকতা থাকল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। বাবর আজমদের বিপক্ষে দুই সংস্করণের সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলা মিরপুর টেস্ট মুমিনুল হকরা যেভাবে হেরেছেন, দলকে ঘিরে ধরা অন্ধকার তাতে আরও গাঢ় করেছে।
পাকিস্তানের বিপক্ষে নিঃশর্ত আত্মসমর্পণের তিক্ত অভিজ্ঞতা নিয়েই আজ স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে পা রাখার কথা বাংলাদেশের। ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তো বটেই, বড় অস্বস্তিতে সময় কাটছে নির্বাচক প্যানেলেরও। নির্বাচকদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দল নির্বাচনের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে তাঁকেই।
গতকাল মিনহাজুল কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। তাঁকে নিয়ে চলা সমালোচনার উত্তর দিয়েছেন, ‘দল যখন জিততে পারে না, তখন সমালোচনা হয়। জিতলে সমালোচনা হয় না।’ গতকাল নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটা পর্যায়ে নান্নু স্বীকার করলেন সাম্প্রতিক ব্যর্থতার কথা, ‘পুরো সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। বিশ্বকাপ থেকেই ভালো হচ্ছে না। হতাশাজনক হারের কারণে খেলোয়াড়েরা মানসিকভাবে বিপর্যস্ত। এখন ওদের সমর্থন দরকার। বিশ্বকাপের আগ পর্যন্ত এই দলটা আমাদের ভালো কিছু উপহার দিয়েছে।’
বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচনপ্রক্রিয়া ও স্বাধীনতা নিয়ে নান্নুর ব্যাখ্যা, ‘অবশ্যই (স্বাধীনভাবে কাজ করা)। টিম ম্যানেজমেন্ট তো খেলা দেখে না। কোচরা তো সেভাবে খেলোয়াড় চেনে না। আমরা সবকিছু দেখে, খেলা দেখে খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি। দল নির্বাচনে দুটি স্তর আছে। একটা আমরা হেড কোচের সঙ্গে মিটিং করি। তারপর অধিনায়কের সঙ্গে। এরপর আমরা দল তৈরি করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানকে দিই। এখান থেকে সভাপতির কাছে যায় অনুমোদনের জন্য। যেহেতু তিনি (নাজমুল হাসান পাপন) বোর্ড সভাপতি, তিনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে কেমন দল হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, একাদশ নির্বাচক প্যানেল ঠিক করে না।
টানা নয় হারে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তলানিতে। এমন বিপর্যস্ত দল নিয়েই আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন মুমিনুলরা। এমন কঠিন বাস্তবতার পরও স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচক, ‘ক্রিকেটে উত্থান-পতন আছে। কিন্তু ধারাবাহিকভাবে এটা চলা অবশ্যই হতাশার। আশা করছি আমাদের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আশা করছি দুই বছরের মধ্যে টেস্টে একটা ভালো দল হবে আমাদের।’
৩১ ডিসেম্বর শেষ হচ্ছে নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশারের মেয়াদ। প্রধান নির্বাচক হিসেবে অর্ধযুগ কাটিয়ে দেওয়া নান্নু নিজের মেয়াদ বিশ্লেষণ করেছেন এভাবে, ‘যতটুকু কাজ করেছি, যথেষ্ট চেষ্টা করেছি ভালো কিছু করতে। কিছু সিরিজ আমরা ভালোভাবেই জিতেছি। ওয়ানডেতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। টেস্ট ক্রিকেটে আমরা এখনো ওই জায়গায় আসতে পারিনি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫