Ajker Patrika

ডিমলায় থামছে না অবৈধ বোমা মেশিনের তাণ্ডব

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৭
ডিমলায় থামছে না অবৈধ বোমা মেশিনের তাণ্ডব

নীলফামারীর ডিমলা খালিশাচাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন পুকুর পুনঃখননে ভেকু মেশিনের পরিবর্তে অবৈধ বোমা মেশিন ব্যবহার করা হচ্ছে।

ফলে পাগলাপীর-ডালিয়া মহাসড়কসহ চারপাশের বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফা উদ্দৌলা বলেন, বোমা মেশিন দিয়ে নয়, দেশিও মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে কোনো ক্ষতি হবে না।

সরেজমিনে দেখা যায়, পাগলাপীর-ডালিয়া মহাসড়কের পার্শ্বে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের ৫টি পুকুর পুনঃখনন হচ্ছে। পুকুরের উত্তর দিকে বাড়ি ও আবাদি জমি। দক্ষিণে প্রধান ক্যানেলের ওপর বড় একটি ব্রিজ।

পূর্বদিকে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্রিজের প্রধান ক্যানেল। পশ্চিমে পাগলাপীর-ডালিয়া মহাসড়ক, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস, রূপালী ব্যাংক ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা।

শোভা বর্ধন ও মৎস্য চাষের জন্য ২০২০-২১ অর্থবছরে একটি প্যাকেজে পাঁচটি পুকুর পুনঃখননের জন্য দরপত্র আহ্বান করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। দরপত্রের শর্তাবলির মধ্যে পুকুর পুনঃখনন ভেকু মেশিন ব্যবহারের কথা উল্লেখ থাকলেও সংস্কারকাজের ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

ভেকু মেশিন ব্যবহার না করে উল্টো অবৈধ বোমা মেশিন দিয়ে পুকুরের তলদেশ থেকে ঠিকাদারের একটি সিন্ডিকেট বালুর সঙ্গে তুলছে পাথর।

আর এতে অসহায় মানুষের আবাদি জমিতে বালু পড়ে জমি আবাদের অযোগ্য হচ্ছে। হুমকির মুখে পড়েছে চারপাশের পরিবেশ। বিনষ্ট হচ্ছে চারপাশের প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে দেশীয় জীববৈচিত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত