Ajker Patrika

আজকের পত্রিকার চোখে বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৪: ০৫
আজকের পত্রিকার চোখে বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ

সেরা একাদশ
কাতারের বিশ্বকাপে আলো কেড়েছেন অসংখ্য ফুটবলার। বিশ্বকাপের সেরা একাদশ সাজাতে খানিকটা বেগই পেতে হয়েছে। সেন্টার মিডফিল্ডার পজিশনে লুকা মদরিচের সঙ্গী হয়েছেন মরক্কোকে শেষ চারে আনার অন্যতম কারিগর সোফিয়ান আমরাবাত। আক্রমণের সঙ্গে রক্ষণের সেতুবন্ধন গড়ে দিয়েছেন মরক্কোর এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ৪-২-৩-১ ফরমেশনে লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পের ওপরে স্ট্রাইকার হিসেবে কে খেলবেন তা নিয়ে খানিকটা সংশয় থাকলেও ফাইনালে সেই সংশয় দূর করে দিয়েছেন হুলিয়ান আলভারেজ। আর কোচ হিসেবে চ্যাম্পিয়ন দলের লিওনেল স্কালোনিকে তো রাখতেই হবে।

ফ্লপ একাদশ
আকাশসমান প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিলেন বিভিন্ন দলের তারকারা। কেউ কেউ দল নিয়ে প্রথম রাউন্ডের বাধাও পার হতে পারেননি। দলের ব্যর্থতার দায় ও নিজেদের সামর্থ্য ও শক্তির বিচারে তাঁরা পারেননি নিজেদের সেরাটা খেলতে। ব্যক্তিগত অর্জনের দিক থেকে তাঁদের অর্জন যথেষ্ট উজ্জ্বল হলেও কাতার বিশ্বকাপে সেই ঝলক দেখাতে পারেননি। সেসব তারকাকে নিয়ে গড়া হয়েছে কাতার বিশ্বকাপের ফ্লপ একাদশ। আর এই একাদশের কোচ হিসেবে আসতে পারতেন জার্মানির হান্সি ফ্লিক কিংবা বেলজিয়ামের রবার্তো মার্তিনেজও। কিন্তু কৌশল আর নানা ঘটনায় আলোচিত এনরিকেকেই রাখতে হচ্ছে ফ্লপ একাদশের কোচ হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত