শরীফ নাসরুল্লাহ, ঢাকা

বাংলাবাজারে গতকাল বুধবার একটি প্রকাশনা সংস্থার দপ্তরে ঢুকে একজন লেখক জানালেন, তাঁর একটি পাণ্ডুলিপি আছে। বইটি প্রকাশ করা যাবে কি না জানতে চান তিনি। প্রকাশক বিনয়ের সঙ্গে জানালেন, এখন আর পাণ্ডুলিপি নেওয়ার সময় নেই। লেখক চলে গেলেন অন্য প্রকাশনীর দিকে। অমর একুশে বইমেলা সামনে রেখে বাংলাবাজারে প্রকাশনা সংস্থাগুলো এখন শেষ দিকের কাজে ব্যস্ত। কোনো কোনো প্রকাশনীতে নতুন বই ছাপা হয়ে আসছে। কোথাও চলছে সম্পাদনার কাজ।
জনতা প্রকাশনীর কর্মী হৃদয় জানালেন, শিশুতোষ, রাজনৈতিক প্রবন্ধ, উপন্যাস, কবিতা মিলিয়ে ৩০ থেকে ৪০টি নতুন বই আসছে। পাশেই মুক্তপ্রকাশ প্রকাশনী। এর স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম বলেন, ‘এবারের বইমেলা নানা দিক থেকে প্রভাবিত হতে পারে। যেমন এবার কাগজের দাম গত দুই বছরের তুলনায় বেশি। সুতরাং ইচ্ছা করলেই আমরা বইয়ের দাম কমাতে পারি না। সব মিলিয়ে এবার একটু চাপ হবে বিক্রিতে।’
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশক সমিতির সহসভাপতি শ্যামল পালের মতে, নির্বাচনের পর রাজনৈতিক অবস্থা কী হয়, তা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় কেটে গেলেও প্রস্তুতিতে একটু দেরি হয়ে গেছে। তবে অর্থনৈতিক কারণে পাঠকের বই কেনার ইচ্ছা কতটুকু থাকবে, তা নিয়ে সন্দিহান এই প্রকাশক। তিনি বলেন, অর্থনৈতিক মন্দার একটা প্রভাব এবারের বইমেলায় থাকবে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মো. ফরিদ আহমেদ ডিসেম্বর থেকেই বইয়ের দাম নিয়ে নানা পোস্ট দিয়ে আসছেন ফেসবুকে। তাঁর মতে, কমিশন দেওয়া নয়, বইয়ের দাম ৩০ শতাংশ কমিয়ে ভালো বই প্রকাশ করলে পাঠক আগ্রহী হবে।
প্রযুক্তির উন্নয়নে মানুষের পড়ার ধরনেও পরিবর্তন আসছে। বিশ্বজুড়েই ইবুক, ইপাব-এ বই পড়ছে মানুষ। বাপুসের সহসভাপতি শ্যামল পাল মনে করেন, বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। কাগজের বইয়ের গন্ধ আজীবন থেকে যাবে। অনলাইনে পড়ে মানুষ। তবে এর প্রভাব কম। তবে ফরিদ আহমেদ মনে করেন, ইবুকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে।
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ মনে করেন, পুরো সৃজনশীল প্রকাশনা শিল্প নিয়ে আসলে কেউ ভাবছে না।
কয়েকজন প্রকাশক জানান, বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে পাঠক বই কেনায় কতটুকু আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় আছে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারও ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী মেলা হবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বসবে মেলা। ২৩ জানুয়ারি লটারির মাধ্যমে স্টল বরাদ্দ হবে। তারপরই প্রকাশকেরা নানা নকশার স্টল বানাতে ব্যস্ত হয়ে পড়বেন।

বাংলাবাজারে গতকাল বুধবার একটি প্রকাশনা সংস্থার দপ্তরে ঢুকে একজন লেখক জানালেন, তাঁর একটি পাণ্ডুলিপি আছে। বইটি প্রকাশ করা যাবে কি না জানতে চান তিনি। প্রকাশক বিনয়ের সঙ্গে জানালেন, এখন আর পাণ্ডুলিপি নেওয়ার সময় নেই। লেখক চলে গেলেন অন্য প্রকাশনীর দিকে। অমর একুশে বইমেলা সামনে রেখে বাংলাবাজারে প্রকাশনা সংস্থাগুলো এখন শেষ দিকের কাজে ব্যস্ত। কোনো কোনো প্রকাশনীতে নতুন বই ছাপা হয়ে আসছে। কোথাও চলছে সম্পাদনার কাজ।
জনতা প্রকাশনীর কর্মী হৃদয় জানালেন, শিশুতোষ, রাজনৈতিক প্রবন্ধ, উপন্যাস, কবিতা মিলিয়ে ৩০ থেকে ৪০টি নতুন বই আসছে। পাশেই মুক্তপ্রকাশ প্রকাশনী। এর স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম বলেন, ‘এবারের বইমেলা নানা দিক থেকে প্রভাবিত হতে পারে। যেমন এবার কাগজের দাম গত দুই বছরের তুলনায় বেশি। সুতরাং ইচ্ছা করলেই আমরা বইয়ের দাম কমাতে পারি না। সব মিলিয়ে এবার একটু চাপ হবে বিক্রিতে।’
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশক সমিতির সহসভাপতি শ্যামল পালের মতে, নির্বাচনের পর রাজনৈতিক অবস্থা কী হয়, তা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় কেটে গেলেও প্রস্তুতিতে একটু দেরি হয়ে গেছে। তবে অর্থনৈতিক কারণে পাঠকের বই কেনার ইচ্ছা কতটুকু থাকবে, তা নিয়ে সন্দিহান এই প্রকাশক। তিনি বলেন, অর্থনৈতিক মন্দার একটা প্রভাব এবারের বইমেলায় থাকবে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মো. ফরিদ আহমেদ ডিসেম্বর থেকেই বইয়ের দাম নিয়ে নানা পোস্ট দিয়ে আসছেন ফেসবুকে। তাঁর মতে, কমিশন দেওয়া নয়, বইয়ের দাম ৩০ শতাংশ কমিয়ে ভালো বই প্রকাশ করলে পাঠক আগ্রহী হবে।
প্রযুক্তির উন্নয়নে মানুষের পড়ার ধরনেও পরিবর্তন আসছে। বিশ্বজুড়েই ইবুক, ইপাব-এ বই পড়ছে মানুষ। বাপুসের সহসভাপতি শ্যামল পাল মনে করেন, বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। কাগজের বইয়ের গন্ধ আজীবন থেকে যাবে। অনলাইনে পড়ে মানুষ। তবে এর প্রভাব কম। তবে ফরিদ আহমেদ মনে করেন, ইবুকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে।
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ মনে করেন, পুরো সৃজনশীল প্রকাশনা শিল্প নিয়ে আসলে কেউ ভাবছে না।
কয়েকজন প্রকাশক জানান, বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে পাঠক বই কেনায় কতটুকু আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় আছে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারও ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী মেলা হবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বসবে মেলা। ২৩ জানুয়ারি লটারির মাধ্যমে স্টল বরাদ্দ হবে। তারপরই প্রকাশকেরা নানা নকশার স্টল বানাতে ব্যস্ত হয়ে পড়বেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫