Ajker Patrika

নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২
নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মির্জাপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করে সাবেক ছাত্রদল নেতাকে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। একই সঙ্গে প্রথমে দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন চামারী ফতেপুর, মশাজান, চৌবাড়িয়া, দাতপাড়া ও কালামজানী বাসিন্দারা।

জানা গেছে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে উপজেলায় আট ইউপিতে ভোট। এতে আনাইতারা ইউপিতে মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ৫ ডিসেম্বর প্রার্থী পরিবর্তন করে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মীর শরীফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেন পাঁচ গ্রামবাসী। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাবেক ছাত্রদল নেতাকে মনোনয়ন দেওয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশ। মনোনয়নপত্র পুনর্বহালের জন্য মনোনয়ন বোর্ডে লিখিত আবেদন করেছি।’

তবে মীর শরীফ হোসেন বলেন, ‘মনোনয়ন পরিবর্তন দলের সিদ্ধান্ত। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত