খান রফিক, বরিশাল

গরিবের বাজার হিসেবে খ্যাত বরিশাল নগরের স্টিমারঘাটসংলগ্ন হাজী মো. মহসিন হকার্স মার্কেট আকস্মিকভাবেই পরিণত হলো ডিসি মার্কেটে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন মার্কেটের পুরোনো সাইনবোর্ড সরিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যবসায়ীরা ৩৫ বছর আগের পুরোনো নাম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁর সাক্ষাৎ মেলেনি। এ অবস্থায় মার্কেটটির নাম মহসিন মার্কেট রাখার দাবিতে সিটি মেয়রের দ্বারস্থ হবেন বলে জানান ব্যবসায়ীরা।
জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন বরিশাল জেলা প্রশাসক এম এ বারী নগরের স্টিমার ঘাটসংলগ্ন এলাকায় প্রায় এক একর জমির ওপর হাজী মো. মহসিন হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মহসিন মার্কেটের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, মঙ্গলবার হঠাৎ করে এসি ল্যান্ড অফিসের লোকজন এসে পুরোনো সাইনবোর্ড নামিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। অথচ এ বিষয়ে জেলা প্রশাসন ব্যবসায়ীদের কোনো নোটিশ দেয়নি। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা এ মার্কেটের নাম হাজী মো. মহসিন রাখার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতি দাবি জানাচ্ছি।'
বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বিশাল এই মার্কেটটি ৩৯ বছর ধরে মহসিন মার্কেট হিসেবেই চলে আসছে।
হঠাৎ শুনলাম মহসিন মার্কেটের নাম পরিবর্তন কর ডিসি মার্কেট নামকরণ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।' তিনি এ ঘটনায় বরিশালবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
হাজী মো. মহসিন মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে মহসিন মার্কেটটি ১ নম্বর খতিয়ানের জমি বলে দাবি করা হয়। এ জন্য এটি ডিসি মার্কেট নামে থাকবে এমনটাই জানিয়েছেন আরডিসি এবং এসি ল্যান্ড। কিন্তু আমরা মহসিন মার্কেট হিসেবে নাম থাক এই দাবিতে কয়েকবার ডিসি অফিসে গিয়েছি। মঙ্গলবার সাইনবোর্ড পরিবর্তনের দিন সন্ধ্যায় জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারিনি।’
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনুর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা সন্ধ্যায় মহসিন মার্কেট নাম বহালের দাবিতে সিটি মেয়রের কাছে যাব।
তিনিই এর সমাধান দেবেন।’
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করে ফিরতি মেসেজে ফোন করবেন বলে জানান। কিন্তু পরে আর এর জবাব দেননি।
উল্লেখ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সম্প্রতি টাঙ্গাইল বদলি হয়েছেন। তবে এখনো বরিশালে অবস্থান করছেন।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) ও আরডিসি এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘মার্কেটের ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন।
তবে নাম পরিবর্তন কেন হলো এ বিষয়ে বক্তব্য দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক। তিনি এ বিষয়ে বলতে পারবেন।’

গরিবের বাজার হিসেবে খ্যাত বরিশাল নগরের স্টিমারঘাটসংলগ্ন হাজী মো. মহসিন হকার্স মার্কেট আকস্মিকভাবেই পরিণত হলো ডিসি মার্কেটে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন মার্কেটের পুরোনো সাইনবোর্ড সরিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যবসায়ীরা ৩৫ বছর আগের পুরোনো নাম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁর সাক্ষাৎ মেলেনি। এ অবস্থায় মার্কেটটির নাম মহসিন মার্কেট রাখার দাবিতে সিটি মেয়রের দ্বারস্থ হবেন বলে জানান ব্যবসায়ীরা।
জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন বরিশাল জেলা প্রশাসক এম এ বারী নগরের স্টিমার ঘাটসংলগ্ন এলাকায় প্রায় এক একর জমির ওপর হাজী মো. মহসিন হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মহসিন মার্কেটের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, মঙ্গলবার হঠাৎ করে এসি ল্যান্ড অফিসের লোকজন এসে পুরোনো সাইনবোর্ড নামিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। অথচ এ বিষয়ে জেলা প্রশাসন ব্যবসায়ীদের কোনো নোটিশ দেয়নি। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা এ মার্কেটের নাম হাজী মো. মহসিন রাখার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতি দাবি জানাচ্ছি।'
বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বিশাল এই মার্কেটটি ৩৯ বছর ধরে মহসিন মার্কেট হিসেবেই চলে আসছে।
হঠাৎ শুনলাম মহসিন মার্কেটের নাম পরিবর্তন কর ডিসি মার্কেট নামকরণ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।' তিনি এ ঘটনায় বরিশালবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
হাজী মো. মহসিন মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে মহসিন মার্কেটটি ১ নম্বর খতিয়ানের জমি বলে দাবি করা হয়। এ জন্য এটি ডিসি মার্কেট নামে থাকবে এমনটাই জানিয়েছেন আরডিসি এবং এসি ল্যান্ড। কিন্তু আমরা মহসিন মার্কেট হিসেবে নাম থাক এই দাবিতে কয়েকবার ডিসি অফিসে গিয়েছি। মঙ্গলবার সাইনবোর্ড পরিবর্তনের দিন সন্ধ্যায় জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারিনি।’
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনুর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা সন্ধ্যায় মহসিন মার্কেট নাম বহালের দাবিতে সিটি মেয়রের কাছে যাব।
তিনিই এর সমাধান দেবেন।’
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করে ফিরতি মেসেজে ফোন করবেন বলে জানান। কিন্তু পরে আর এর জবাব দেননি।
উল্লেখ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সম্প্রতি টাঙ্গাইল বদলি হয়েছেন। তবে এখনো বরিশালে অবস্থান করছেন।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) ও আরডিসি এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘মার্কেটের ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন।
তবে নাম পরিবর্তন কেন হলো এ বিষয়ে বক্তব্য দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক। তিনি এ বিষয়ে বলতে পারবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫