Ajker Patrika

ভারতে পাচার দুই যুবককে দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
ভারতে পাচার দুই যুবককে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি যুবককে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে কলকাতার পুলিশ।

গতকাল রোববার বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকেরা হলেন চট্টগ্রামের মিন্টু বাড়ই (২৫) ও ঝন্টু বড়ইর টিটুল বড়ই (৩০)।

ফেরত আসা যুবক মিন্টু বড়ই জানান, ভালো কাজ দেওয়ার নাম করে এক দালাল তাঁদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে কাজ না দিয়ে তাঁদের ভারতে রেখে পালিয়ে আসেন দালালেরা।

এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠান। তিন বছর কারাভোগ শেষে দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ ভিসায় তাঁরা দেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে ওই দুই যুবককে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করা হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। মানবপাচারে জড়িতরা ভালো আয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের পাচার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত